কলকাতা

গিরিশ পার্কে ভস্মীভূত দোতলা বাড়ির একাংশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকালে গিরিশ পার্কের একটি বাড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় দোতলা বাড়ির উপরের একটি ছোট ঘর। আগুনে জখম হন এক মহিলা। তাঁর নাম রুক্মিনী দেবী। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। দমকল কর্তাদের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস লিক করেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে সেখানকার তিনটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বলে দাবি স্থানীয়দের। জানা গিয়েছে, গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের ওই দোতলা বাড়ির ছাদের ঘরটি তৈরি করা হয়েছিল কাঠ, টিন, মাটি দিয়ে। গ্যাস লিক করে সেই ঘরে আগুন ধরে যায়। দমকলে এসে পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘কুলিং প্রসেস’ চালিয়ে আগুন পুরোপুরি নেভাতে তিন ঘণ্টা সময় লেগে যায়। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজা ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারকনাথ চট্টোপাধ্যায়। দমকলের প্রাথমিক অনুমান, রান্না করার সময় গ্যাস লিক করেই এই ঘটনা। ঘরের মধ্যে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের সবক’টি বাড়ি থেকে স্থানীয়রা সিলিন্ডার বের করে আনেন। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রুক্মিনীদেবীর ডান হাতের কিছুটা অংশ পুড়ে যায়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুনের জেরে ঘরটি ভেঙে পড়ে। যাবতীয় আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে, এদিন ভোরে নেতাজিনগরের এনএসসি বোস রোডের একটি চারতলা বাড়ির একতলায় মিটার বক্সে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা