কলকাতা

অভিনেত্রীকে নিগ্রহের অভিযোগ, সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সাসপেন্ড করল পরিচালক অরিন্দম শীলকে। শনিবার অ্যাসোসিয়েশনের তরফে এই বিষয়ে পরিচালককে ইমেল মারফত জানানো হয়েছে বলে খবর। অ্যাসোসিয়েশনের তরফে এই অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, গোটা সংগঠনের ভাবমূর্তি এতে নষ্ট হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য অথবা যতদিন না পরিচালক নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন,ততদিন তিনি সাসপেন্ড থাকবেন। এই বিষয়ে অরিন্দম শীল বলেন, ‘আমাকে বলা হয়েছে, শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সেখানে ডিওপি থেকে ফ্লোরে সকলে ছিলেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন। স্টিল ফটোগ্রাফারও ছিলেন।’ শুক্রবার এই বিষয়ে পরিচালককে মহিলা কমিশন ডেকে পাঠায়। পরিচালকের বক্তব্য, ‘আমি সবটা জানিয়েছি কমিশনকে। অভিনেত্রী যদি আমার কোনও রকম অনিচ্ছুক আচরণে অপমানিত হয়ে থাকেন, আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। আমাকে চিঠি থেকে অনিচ্ছুক শব্দ বাদ দিতে বলা হয়।  সুরিন্দর ফিল্মসের সহকারী পরিচালক, ফটোগ্রাফার, কার্যনির্বাহী প্রযোজক সাক্ষী আছেন। এখন সংগঠন আমার সঙ্গে কথা না বলেই, এই সিদ্ধান্ত নিয়েছে।’ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায় বলেন, ‘আমরা সাসপেন্ড করেছি। গিল্ডের অন্যান্য সদস্যরা যদি নীতিগতভাবে তাঁর সঙ্গে কাজ করেন, তাহলে তিনি কাজ করতে পারবেন।’
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা