কলকাতা

অপারেশনে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ, অস্বীকার নার্সিংহোমের

সংবাদদাতা, বনগাঁ: নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানোর পরও বাড়তি টাকা নেওয়ার অভিযোগ বনগাঁর এক নার্সিংহোমের বিরুদ্ধে। এনিয়ে বনগাঁ থানায় অভিযোগ জানান রোগীর আত্মীয়। যদিও বাড়তি টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন নার্সিংহোমের মালিক ডাঃ আশিসকান্তি হীরা। তাঁর দাবি, চিকিৎসকের ফিজ হিসেবে ওই টাকা নেওয়া হয়েছে। আর রোগী ও তাঁর আত্মীয়দের বিষয়টি আগেই জানানো হয়েছিল। জানা গিয়েছে, বনগাঁ শিমুলতলার বাসিন্দা শম্ভু ভাস্কর ১ আগস্ট স্ত্রী সুচিত্রা ভাস্করকে ওই নার্সিংহোমে ভর্তি করেন। তাঁর গলব্লাডারে পাথর হওয়ায় ডাঃ হীরা অপারেশন করেন। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করা হলেও, বাড়তি সাড়ে ১০ হাজার টাকা দিতে হয় শম্ভুবাবুকে। তাঁর বক্তব্য, এই অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড থেকে ১৭ হাজার টাকা রাজ্য সরকার ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে দেয়। কিন্তু তারপরেও আরও সাড়ে ১০ হাজার টাকা দিতে হয় তাঁকে। অর্থাৎ মোট সাড়ে ২৭ হাজার টাকা দিতে হয়েছে।
বিষয়টি জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন শম্ভুবাবু। তিনি বলেন, বাড়তি সাড়ে ১০ হাজার টাকার জন্য কোনও রসিদও দেয়নি নার্সিংহোম। এবিষয়ে নার্সিংহোম মালিক ডাঃ হীরা বলেন, ওই টাকা সার্জেনের ফিজ হিসেবে নেওয়া হয়েছে। রোগী ও তাঁর আত্মীয়স্বজনকে আগেই বলা হয়েছিল, ওপেন না করে যদি মাইক্রো করতে হয়, তাহলে ওই বাড়তি টাকা দিতে হবে। সেটাই নেওয়া হয়েছে।  
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা