কলকাতা

স্ট্রোক আক্রান্ত রোগিণীকে বাঁচিয়ে সাগর দত্তে নজির সিনিয়র ডাক্তারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় জুনিয়র ডাক্তার শূন্য ওয়ার্ড। শুধু দিনে নয়, টানা রাতেও জেগে রোগীদের পরিষেবা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। কঠিন পরিস্থিতিতে গড় আগলে রাখছেন তাঁরাই। এমন পরিস্থিতিতে সীমিত লোকবল নিয়েও স্ট্রোক আক্রান্ত এক রোগিণীকে বাঁচাল কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ। বরানগরের বাসিন্দা লক্ষ্ণী দে নামে এক রোগিণীর দ্রুত সিটি স্ক্যান করে, তাঁকে জীবনদায়ী ইঞ্জেকশন দিয়ে প্রাণ বাঁচালেন তখন হাসপাতালের মেডিসিন বিভাগে কর্তব্যরত একমাত্র চিকিৎসক ডাঃ দীপ্তক ভৌমিক। সাহায্য করার জন্য ওই রাতে পাশে পেয়েছিলেন ত্বক বিভাগের আর এক চিকিৎসক ডাঃ অভিজিৎ দাসকে। 
সাগর দত্ত মেডিক্যাল কলেজ সূত্রের খবর, বরানগর আলমবাজারের বাসিন্দা ওই রোগিণীকে স্ট্রোক আক্রান্ত হওয়ার দেড় ঘণ্টার মধ্যে হাসপাতালে আনা হয়। তখন ক্রমেই তাঁর বাঁ পা ও বাঁ হাত অসাড় হয়ে যাচ্ছিল। তবে চিকিৎসার পর বাঁ পা সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। বাঁ হাতের অবস্থাও আগের তুলনায় অনেকটাই ভালো বলে জানিয়েছেন মেডিসিনের সহকারী অধ্যাপক দীপ্তকবাবু। সূত্রের খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ ওই রোগিণীকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। চটজলদি সিটি স্ক্যান করে স্ট্রোক সম্পর্কে সুনিশ্চিত হয়েই রাত সাড়ে ১২টা নাগাদ জীবনদায়ী ইঞ্জেকশন টেনেকটিপ্লেজ ব্যবহার করেন চিকিৎসকরা। ফলও মেলে সঙ্গে সঙ্গে। অবস্থার উন্নতি হতে শুরু করে। সকালে দেখা যায়, দ্রুত চিকিৎসায় শুধু রোগিণীর প্রাণই বাঁচেনি, স্ট্রোকের প্রভাবও কমানো গিয়েছে অনেকটাই। 
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা