কলকাতা

মহেশতলায় জমা জলের দুর্ভোগ মেটাতে তিনটি পাম্পিং স্টেশন বানাবে কেএমডিএ

সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুর এলাকায় জমা জলের যন্ত্রণা দূর করতে এবার পাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই কাজ করবে কেএমডিএ। মহেশতলার নিকাশি জল মূলত তিনটি লকগেটের মাধ্যমে খালে গিয়ে পড়ে। এই লকগেটগুলির মধ্যে একটি রয়েছে বাটা শ্মশানকালী মন্দির লাগোয়া নুঙ্গি আবাদি খালের উপর, একটি হেতালখালিতে এবং তৃতীয়টি উলুডাঙায়। এই তিন জায়গাতেই পাম্পিং স্টেশন তৈরি হবে বলে জানা গিয়েছে। 
মহেশতলা পুরসভা এলাকার ২৪, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডের নিকাশি জল এই তিনটি লকগেট দিয়ে বেরিয়ে খালে পড়ে। পাম্পিং স্টেশন তৈরির দায়িত্ব কেএমডিএকে দেওয়া হলেও নিকাশি খাল সংস্কার ও পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে সেচদপ্তর ও মহেশতলা পুরসভাকে। মহেশতলার এক পুরকর্তার দাবি, খাল সংস্কার ও পরিষ্কারের কাজ এইসঙ্গে চলছে। তবে বর্ষার কারণে দ্রুত কাজ করা যাচ্ছে না। পাম্পিং স্টেশন তৈরি হয়ে গেলে জল জমার সমস্যা আর থাকবে না।
মহেশতলা পুরসভার এক আধিকারিক বলেন, জল জমার অনেক কারণ রয়েছে। নিকাশি খালগুলি অধিকাংশই নাব্যতা হারিয়েছে। তার উপর অনেক ক্ষেত্রেই দখল হয়েছে দু’পাড়। বিশেষ করে বেলতলা হানা খালের নাব্যতা ও দখলের কারণে জল যাওয়ার গতি রুদ্ধ হয়েছে। প্রসঙ্গত, মহেশতলায় নুঙ্গি আবাদি খাল এবং হেতালখালিকে দু’টি লকগেট রয়েছে। ২৭, ৩১, ৩২, ৩৩ এবং ৩৪— এই পাঁচটি ওয়ার্ডের নিকাশি জল নুঙ্গি আবাদি খালের লকগেট হয়ে যায়। এই খালের সঙ্গে যুক্ত বেলতলা হানা খাল। অন্যদিকে হেতালখালি লকগেট হয়ে জল বের হয় ৩১, ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডের। বেলতলা হানা খাল পুরোটাই চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফলে সেখানকার দখলদারি নিয়ে পুরসভা কিছু বলতে পারছে না। একাধিক কাউন্সিলার বলেছেন, এ নিয়ে প্রশাসন ও সরকারের কাছে একধিকবার দরবার করা হলেও সুরাহা হয়নি। এর থেকেও বড় সমস্যা হল, গঙ্গার তুলনায় মহেশতলা পুরসভার নিকাশি খালগুলির অবস্থান নিচুতে। আসলে অনেক আগে সেচের জল আনতে এইসব খাল কাটা হয়েছিল। তখন গোটা মহেশতলা এলাকাই ছিল গ্রামাঞ্চল। এখনও সেই অবস্থায় রয়ে গিয়েছে। তাই পাম্পিং স্টেশন করে জল বের করার দিকে এগচ্ছে সরকার।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা