বিদেশ

কাঠমাণ্ডু বিমান দুর্ঘটনা: ত্রুটি জেনেও বিমান ওড়াতে চাপ, দাবি

কাঠমাণ্ডু (পিটিআই): বুধবার নেপালে বিমান দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। বরাতজোরে বেঁচে রয়েছেন শৌর্য এয়ারলাইন্সের অভিশপ্ত বিমানের পাইলট মণীশ রাজ শাক্য। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার ক্ষণিকের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান বাকি তিনজন। কিন্তু, কী করে বাঁচলেন পাইলট মণীশ শাক্য? তা নিয়েই চর্চা চলছে দিনভর। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার সময়ে সেটি একটি মালবাহী কন্টেনারে ধাক্কা মারে। ককপিটের সামনের অংশ ওই কন্টেনারের গায়ে আটকে যায়। আর বিমানের বাকি অংশ মাটিতে আছড়ে পড়লে তাতে আগুন ধরে যায়। ‘দ্য রাইজিং নেপাল’-কে দেওয়া সাক্ষাৎকারে ডিআইজি তথা টিআইএ-র এয়ারপোর্ট সিকিউরিটি অফিসার রামদত্ত যোশি জানিয়েছেন, ক্যাপ্টেন শাক্যকে বিমানবন্দরের মধ্যে থাকা ওই কন্টেনারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।  
এদিকে, বুধবার বিকেল থেকেই ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। কিন্তু, দেহগুলি পুড়ে যাওয়ায় এই কাজে কিছুটা দেরি হচ্ছে। মৃতের পরিবারের একাধিক সদস্যের অভিযোগ, বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা রয়েছে জেনেও এয়ারলাইন্স এবং অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ উড়ানের অনুমতি দিয়েছিল। কো-পাইলট সুশান্ত কাটওয়ালের পরিবারের এক সদস্য দিরগা বাহাদুর খাদকা বলেন, ‘আমাদের ধারণা, বিমানটি ওড়ানোর জন্য পাইলটদের উপরে চাপ দেওয়া হয়েছিল। নাহলে প্রযুক্তিগত সমস্যা রয়েছে জেনে কেউ বিমান চালাতে রাজি হতো না।’ 
জখম পাইলট শাক্যর চিকিৎসা চলছে কাঠমাণ্ডু মেডিক্যাল কলেজে। শাক্য এদিন কথা বলেছেন। তাঁকে তরল খাবার দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাক্যর শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে। তাঁর শিরদাঁড়ার দু’জায়গার হাড় ভেঙে গিয়েছে। নিউরোসার্জেন ডাঃ অমিত থাপা জানিয়েছেন, তাঁর মস্তিষ্কের এমআরআইয়ের পরই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা