শরীর ও স্বাস্থ্য

বিরল রোগীর ‘মিরর ইমেজ সার্জারি’: শরীরের সব অঙ্গই যখন উল্টোদিকে!

বামদিকে থাকার কথা মানবহৃদয়। তাঁর আছে ডানদিকে। খাদ্যনালী, পাকস্থলী থাকার কথা বাম থেকে ডানদিকে। কিন্তু তাও আছে ডান থেকে বামদিকে। এতেই শেষ নয়—লিভার, গলব্লাডার সব রয়েছে  উলটোদিকেই। প্রতি ১০ হাজার মানুষে একজনের ধরা পড়ে এই সমস্যা। সার্জেনমহলে এই বিচিত্র সমস্যা পরিচিত ‘সাইটাস ইনভার্সার্স টোটালিস’ নামে। কমপক্ষে প্রতি ১০ হাজার মানুষে একজনের থাকে এই বিচিত্র জিনঘটিত অসুখ! 
এত অবধি ঠিক ছিল। অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সব উলটোদিকে নিয়ে যদি কেউ সুস্থ জীবন যাপন করেন, তাহলে সমস্যা কীসে! সমস্যা হয় তখন, যখন এই ধরনের মানুষের অপারেশনের দরকার পড়ে। সমস্যা হয় তখন, যখন এমন মানুষের কোনও মেডিক্যাল ইমার্জেন্সি হয়। ঠিক যা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম নিবাসী রাজেশকুমার দাসের। অনেকেই জীবনের প্রথমবার অপারেশনের সময় জানতে পারেন শরীরের অভ্যন্তরে ঘটে যাওয়া এই বিচিত্র কা঩ণ্ডের কথা। অনেকে তাও জানেন না! ৬৭ বছরের রাজেশবাবু বললেন, ‘আমি জানতাম ১৬ বছর আগেই।’ কিন্তু কীভাবে? ‘চোখের অপারেশনের সময়। হ্যাঁ। তখন ফিটনেস সার্টিফিকেটের দরকার ছিল। পরীক্ষা হয়। দেখা গেল আমার হার্ট ডানদিকে! আর এবারের অপারেশনের সময় জানলাম, হার্ট নয়, সবই রয়েছে উল্টোদিকে!’ 
 কিছুদিন আগে তুমুল পেটব্য‌থা শুরু হয় রাজেশবাবুর। বিশিষ্ট জিআই সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেনকে দেখালে কয়েকটি পরীক্ষা করাতে বলেন। ধরা পড়ে গলব্লাডারে স্টোনের সমস্যা। কিন্তু ইউএসজি এবং অন্যান্য পরীক্ষায় রিপোর্ট দেখে অন্য কারণে আশ্চর্য হয়ে যান সার্জেন। ডাঃ সেন বলেন, ‘দেখলাম, রাজেশবাবুর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গই যেদিকে থাকার কথা, রয়েছে ঠিক তার উলটোদিকে। আমার কেরিয়ারে এমন ‘কেস’ দেখলাম এই প্রথম। এর আগে সাত-আটটি ‘সাইটাস ইনভার্সার্স পার্টিয়াল’ করেছি। সেক্ষেত্রে কিছু কিছু অঙ্গ থাকে স্বাভাবিকের উল্টোদিকে। কিছু অঙ্গ নয়। কিন্তু, রাজেশবাবুর মতো ঘটনা জীবনে পাইনি।’
এই পরিস্থিতিতে অপারেশন করেন কীভাবে? ‘ঠিক উল্টোদিকে দাঁড়াতে হয়।’ অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক পজিশনে থাকা মানুষের অপারেশন করতে হলে যে কোনও সার্জেন দাঁড়ান রোগীর বামদিকে। এক্ষেত্রে তাঁকে দাঁড়াতে হয় ডানদিকে। শুধু তাই নয়, পিত্তনালী, পিত্তথলি উল্টোদিকে থাকায় পেটে ছোট ফুটো করে ল্যাপারোস্কপির পোর্ট ঢুকিয়ে অপারেশনের সময়ও খুব সজাগ থাকতে হয়। প্রতিবর্ত ক্রিয়ার কথা না শুনে, এক্ষেত্রে ঠান্ডা মাথা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। না হলে পিত্তনালী কেটে মারাত্মক কাণ্ড, এমনকী মৃত্যুও হতে পারে রোগীর। যাই হোক, অন্য রোগীদের ক্ষেত্রে গলব্লাডার বাদ দিতে ৭-৮ মিনিট সময় লাগে। ওঁর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার জন্য লাগল ২০ মিনিট! পুরো অপারেশন শেষ হল ১ ঘণ্টায়! এই ধরনের অপারেশনকে বলে মিরর ইমেজ সার্জারি।’ জানালেন শুদ্ধসত্ত্ব।   
লিখেছেন বিশ্বজিৎ দাস 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা