সম্পাদকীয়

জাগ্রত ভোটযন্ত্র

আগামী মাসে গঠিত হবে নতুন কেন্দ্রীয় সরকার। সাতদফা নির্বাচনের তিনদফা ইতিমধ্যেই অতিক্রান্ত। মোট ৫৪৩ আসনের লোকসভায় ২৮৫টির জন্য ভোট নেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ বেশিরভাগ  আসনের জন্য চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে মানুষ। বাদবাকি আসনের ভোট সাঙ্গ হবে ১৩ মে থেকে ১ জুনের মধ্যে। ভোটগ্রহণ শুরুর আগে তামাম পদ্মপক্ষ শোনাচ্ছিল ‘অব কি বার চারশো পার’ হুঙ্কার! কিন্তু ভোটের প্রথম দফাতেই কি কোনও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেখতে পেয়েছে দেশের রাজনৈতিক মহল? কেননা, ‘জোশ’ নামক বস্তুটি কেমন যেন রাতারাতি শিবির বদল করে ফেলেছে! গেরুয়া অক্ষ ‘মুখে মারিতং জগৎ’ কোনওরকমে করে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু তাদের সেই দাবি পেশের ভিতরে আত্মবিশ্বাসের অভাবের লক্ষণটিও ততোধিক প্রকট। বিশেষত, মোদি-শাহ-জুটি-সুলভ দাবাং ভাবটি উধাও হয়ে গিয়েছে তাঁদের শরীরী ভাষা এবং কথাবার্তা থেকে। উল্টো দিকে, যে বিরোধী শিবির দীর্ঘদিন যাবৎ ব্যাকফুটে ছিল, সেই তারাই দিনে দিনে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আপ, এনসিপি, শিবসেনা (উদ্ধব) এসপি, আরজেডি, জেকেপি প্রভৃতির আক্রমণের একটাই লক্ষ্য নরেন্দ্র মোদি—সারা দেশে গেরুয়া শিবিরের একমাত্র মুখ। 
মোদিরা মেরুকরণের চাল দিয়েছিলেন এবং একইসঙ্গে চেয়েছিলেন বিরোধী ভোট শতধাবিভক্ত করে দিতে। কিন্তু তাঁদের দ্বিতীয় কৌশলটি দিনের আলো দেখতে পেল না, উল্টে মেরুকরণের অস্ত্রেই ঘায়েল হওয়ার পথে এই যুদ্ধবাজ পক্ষ। কেননা, ভোটগ্রহণের দফা যত সপ্তমে এগচ্ছে, মেরুকরণ তত স্পষ্ট হচ্ছে ‘মোদি বনাম বাকিরা’য়! রাজনৈতিক মহল ভুলে যায়নি যে, উনিশের নির্বাচনেই সেরা ফল করেছিল বিজেপি এবং এনডিএ। কিন্তু তারা প্রদত্ত ভোটের ৫০ শতাংশও ঘরে তুলতে পারেনি—বিজেপি এককভাবে মাত্র ৩৭.৩৬ এবং এনডিএ ৪৫ শতাংশ ভোট পেয়েছিল। তবু আসন জিতেছিল ঈর্ষণীয় সংখ্যায়—বিজেপি ৩০৩ এবং এনডিএ ৩৫৩! মোদির নেতৃত্বে গেরুয়া অক্ষের এই বিস্ময়কর সাফল্যের পিছনে বিজেপির কৃতিত্বের চেয়ে বেশি অবদান ছিল বিরোধী-অনৈক্যের। ভোট কাটাকাটির খেলাটি মোদিকে যে এতটা ফেভার করবে, সম্ভবত তিনি নিজেও তা ভাবেননি। অভাবনীয় কাণ্ড কি এবারও ঘটতে চলেছে, তবে উল্টো দিক থেকে? এই প্রশ্ন নিশ্চয় পেড়ে ফেলছে বিজেপির মস্তিষ্ককে! প্রবল প্রতাপান্বিত প্রবণতার মাঝেই উপস্থিত একটি চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় সরকারের ওই তথ্যই বলছে, দেশে শেষ তিনবছরে নেট গার্হস্থ্য সঞ্চয় একধাক্কায় কমেছে ৯ লক্ষ কোটি টাকা। তার ভিতরে শুধু ২০২২-২৩ অর্থবর্ষে এই সঞ্চয়ের পরিমাণ গত পাঁচবছরের মধ্যে সর্বনিম্ন। জাতীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিকস, ২০২৪ রিপোর্ট দেখে বিরোধীরা চেপে ধরেছে সরকারকে। তাদের সাফ কথা, এই তথ্য প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’-এর ফানুস চুপসে দিয়েছে। একদিকে জিনিসপত্র অগ্নিমূল্য, অন্যদিকে রোজগার কমেছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির। সব মিলিয়ে ঘোরতর আর্থিক সঙ্কটে পড়েছে বেশিরভাগ মানুষ। জমানোর মতো বাড়তি টাকা থাকছে না তাদের হাতে। 
২০২০-২১ অর্থবর্ষে পারিবারিক সঞ্চয়ের পরিমাণ সবচেয়ে বেশি (২৩.২৯ লক্ষ কোটি টাকা) ছিল। ভাটার টান স্পষ্ট তারপর থেকেই। ২০২১-২২ সালে অঙ্কটি কমে হয় ১৭.১২ লক্ষ কোটি টাকা। পরিমাণটি ২০২২-২৩-এ নেমে এসেছে ১৪.১৬ লক্ষ কোটি টাকায়। গত অর্থবর্ষে জিনিসপত্র ক্রয়বৃদ্ধির হার ৩ শতাংশে নেমে এসেছে। অথচ পূর্ববর্তী বছরেই সংখ্যাটি ছিল ৬.৮। এর আগে সাধারণ মানুষের সঞ্চয়ের পরিমাণ সবচেয়ে কম ছিল ২০১৭-১৮-তে। সে-বছরের ১৩.০৫ লক্ষ কোটি টাকার সঞ্চয় পরবর্তী বর্ষে বেড়ে হয় ১৪.৯২ লক্ষ কোটি টাকা। করোনার ঠিক আগের বছরও অঙ্কটি ছিল ১৫.৪৯ লক্ষ কোটি টাকা। লক্ষণীয় যে, করোনার পরই হুহু করে নামছে জনগণের সঞ্চয়ের সামর্থ্য ও পরিমাণ। ২০২৩-এ গার্হস্থ্য আর্থিক সঞ্চয়ের পরিমাণ কমে জিডিপির মাত্র ৫.৩ শতাংশ হয়েছে। পরিমাণটি পাঁচ দশকের ভিতরে সর্বনিম্ন! স্বাভাবিকভাবেই ক্রমবর্ধমান ঋণের বোঝা। পারিবারিক ধারদেনার বহর ৭৩ শতাংশ বৃদ্ধির পাশে রয়েছে মাত্র ১৪ শতাংশ সঞ্চয় বৃদ্ধির পরিসংখ্যান। সব মিলিয়ে মোদি জমানায় নাভিশ্বাস উঠে গিয়েছে আম জনতার। লক্ষণীয় ব্যাপার হল, তবু রুমাল দিয়েই হাতি ঢাকার চেষ্টায় আছেন মোদিবাবু। তিনি স্বপ্ন দেখাচ্ছেন, ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, মোট জিডিপির নিরিখে এই মুহূর্তে ইউএসএ এবং চীনের পরেই আমাদের স্থান। কিন্তু ১৪৪ কোটি ভারতবাসীর মধ্যে ক’জন ‘উন্নত’ পৃথিবীকে চেখে দেখার সৌভাগ্য অর্জন করবেন? মাথাপিছু আয়ের তুলনা টানার জন্য বাংলাদেশ ছাড়া কাউকেই তো ধারেকাছে পাব না আমরা! এই বিস্ময়ই কি মোক্ষম জবাব হয়ে উঠতে চলেছে বুথে বুথে জাগ্রত ভোটযন্ত্রে?
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা