ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
শিম্পাঞ্জি ডেভিড
প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল ধরে রাখা দলের নেতাদের সেরা গুণগুলির মধ্যে অন্যতম। জটিল সামাজিক পরিকাঠামোর মধ্যে বসবাস করতে গিয়ে শিম্পাঞ্জি ডেভিডকে কৌশল, দ্বন্দ্ব এবং সহযোগিতার মাধ্যমে দলের উপরের দিকে থাকতে হয়েছে। টিকে থাকার লড়াইয়ে জেতার জন্য এবং দলের মধ্যে নিয়মানুবর্তিতা ও বুদ্ধির খেলার প্রচলন করেছিল। ও যে কীভাবে প্রতিপক্ষের প্রতিটা পদক্ষেপ বুঝে যেত তা তোমরা এই শোতে দেখতে পাবে। ওর বিচক্ষণতা ডেভিডকে একজন অসাধারণ শিম্পাঞ্জিতে পরিণত করেছিল।
এম্পেরর পেঙ্গুইন
দলগত প্রচেষ্টাকে যদি প্রাণীদের মধ্যে কেউ সবথেকে ভালো বুঝতে পারে তাহলে সেটা হল এম্পেরর পেঙ্গুইন। পরবর্তী প্রজন্মকে বড় করে তুলতে আন্টার্কটিকার হিমশীতল ভূভাগে এই পেঙ্গুইনরা দল বেঁধে হাজির হয়। আর এটা করতে গিয়ে ওদের প্রচুর প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এবং বাচ্চাদের বাঁচিয়ে রাখতে এক নিষ্ঠুর শীতের সঙ্গে মানিয়ে নিতে হয়। এই প্রতিকূলতার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে ছন্দবদ্ধতা ওদের সবথেকে বড় শক্তি। খারাপ আবহাওয়ার মধ্যে ওরা যে কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে ঐক্যবদ্ধভাবে বসবাস করে সেটা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটা শিক্ষণীয় বিষয়। হার না মানা স্বভাব এবং দলগতভাবে একটাই লক্ষ্যকে পূরণ করার প্রচেষ্টা পেঙ্গুইনদের বেশ ইন্টারেস্টিং একটা প্রজাতিতে পরিণত করেছে।
সিংহী চার্ম
শক্তি ও গর্বের প্রতীক হিসেবে সিংহদের অনুকরণীয় কাণ্ডকারখানা সত্যিই অসাধারণ! ‘ডায়ন্যাস্টিজ’ তোমাদের আফ্রিকার জঙ্গলের চার্ম নামক এক সিংহীর গল্প শোনাবে, যে নিজের দলকে বাঁচাতে জঙ্গলের অনিশ্চিত হুমকিগুলোর মোকাবিলার দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছে। মহিষের দল, প্রতিপক্ষ দলের সিংহ এবং বিশেষ করে ধূর্ত হায়নাদের ঠেকাতে চার্ম একজন অসাধারণ নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে।
পেইন্টেড উল্ফ
আফ্রিকার সবথেকে ভয়ঙ্কর শিকারি হিসেবে পরিচিত এই শিয়ালরা আগে কেপ হান্টিং ডগ নামে পরিচিত ছিল। সাধারণত ওদের দল বিশাল এলাকাজুড়ে শিকার করে থাকে। ক্রমবর্ধমান টিকে থাকার লড়াই এবং বসতি এলাকা বাড়ানোর জন্য এই শিয়ালরা মাঝেমাঝে নিজেদের দলের মধ্যেই লড়াই করে। এই শোয়ে একজন মা ও তার মেয়ে শিয়ালের লড়াই দেখানো হবে— যারা দু’জনেই এক একটা গোষ্ঠীকে সংঘবদ্ধ করতে মাথা খাটাচ্ছে। ব্যক্তিগত স্বার্থগুলোকে ত্যাগ করে সে অদম্য সাহসী হয়ে উঠেছে। নিজেকে বাদ দিয়ে যে দলের সদস্যদের কথা আগে চিন্তা করে তার বৈশিষ্ট্যগুলোকে বোঝার জন্য ডায়ন্যাস্টিজ-এ ওর গল্পটা তোমাদের দেখতেই হবে।
রাজ ভেড়া
অসাধারণ রাজা হিসেবে বাঘরা যে কীরকম তা আমরা প্রত্যেকেই জানি। ডায়ন্যাস্টিজ তোমাদের বান্ধবগড় জাতীয় উদ্যানের এমনই এক বাঘিনির সঙ্গে আলাপ করাবে। ওর নাম রাজ ভেড়া। কর্তৃত্ব কায়েম করার ক্ষমতার দৌলতে এই বাঘিনিটি শিকার, এলাকা দখলে রাখা এবং ওর চারটে বাচ্চাকে রক্ষা করতে সাহায্য করে। ঝুঁকি নিতে পারে বলে রাজ ভেড়াকে একজন অল রাউন্ডার বলা চলে। ওর দলের জন্য শিকার ধরতে এই এক মারাত্মক শিকারি হয়ে উঠছে তো পর মুহূর্তেই ও একজন দায়িত্বশীল মায়ের ভূমিকা পালন করছে। সদা বিচক্ষণ রাজের চোখ এড়িয়ে এলাকায় মাছিও গলতে পারে না।