Bartaman Patrika
হ য ব র ল
 

স্বাধীনতার সিংহ
চকিতা চট্টোপাধ্যায়

‘...না জাগিলে সব ভারত ললনা,
এ ভারত আর জাগে না।’
এই লেখা জীবনের প্রথম উপন‍্যাস ‘শোভনা’তে যিনি লিখেছিলেন, তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম মহান নেতা বিপ্লবী বিপিনচন্দ্র পাল। ১৮৫৮ সালের ৭ নভেম্বর শ্রীহট্ট জেলার হবিগঞ্জের পইল গ্রামে তাঁর জন্ম। বাবা রামচন্দ্র পাল ও মা নারায়ণী দেবী। রামচন্দ্র ছিলেন মাঝারি জমিদার, সেইসঙ্গে ঢাকার সাব-জজ কোর্টের পেশকার ও পরবর্তীকালে আইনজীবী। তিনি এতটাই শিক্ষানুরাগী ছিলেন যে, নিজের বাড়িতে রেখে বহু ছাত্রদের উচ্চশিক্ষার ব‍্যবস্থা করে দিতেন। আর নারায়ণী দেবী সেই সব ছাত্রদের মাতৃস্নেহে যত্ন করতেন। তাই উত্তরাধিকার সূত্রেই বিপিনচন্দ্র পড়াশোনা যেমন ভালোবাসতেন, তেমনই ছিলেন সংবেদনশীল মনের।
বিপিনচন্দ্রের পড়াশোনা শুরু হয় মৌলবীর কাছে। পরে ভর্তি হন সিলেট গভর্নমেন্ট স্কুলে। ছেলেবেলায় খেলাধুলোর বদলে তাঁর মন পড়ে থাকত লেখাপড়ায়। ভালোবাসতেন মনীষী ও সাহিত্যিকদের বই পড়তে। প্রবেশিকা পরীক্ষায় স্কলারশিপ পেয়ে পাশ করে আইএ ক্লাসে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কলকাতায় ছাত্রাবস্থাতেই তাঁর ব্রাহ্মসমাজে যাতায়াত শুরু হয়। ১৮৭৭ সালে শিবনাথ শাস্ত্রীর অনুপ্রেরণায় তিনি ব্রাহ্মধর্মে দীক্ষা নেওয়ায় বাবা তাঁকে ত‍্যাজ‍্যপুত্র করেন। ফলে জীবিকার জন্য তাঁকে ১৮৭৯ সালে কটকের একটি স্কুলে প্রধানশিক্ষকের চাকরি নিতে হয়। মতের অমিল হওয়ায় সে চাকরি ছেড়েও দেন কিছুদিন পর। স্বাধীনচেতা বিপিনচন্দ্র মতের অমিল হলেই চাকরি ছেড়ে দিতে কোনওদিনও কুণ্ঠা বোধ করেননি। সারাজীবনে তিনি কটক, শ্রীহট্ট, কলকাতা, মাদ্রাজ বহু স্থানেই শিক্ষকতা করেছেন। ১৮৮০ সালে সিলেটের ন‍্যাশনাল ইনস্টিটিউটকে তিনি অবিভক্ত ভারতের প্রথম জাতীয় প্রতিষ্ঠান শ্রীহট্ট জাতীয় বিদ‍্যালয়ে রূপান্তরিত করেন ও সেখানে প্রধানশিক্ষক হিসেবে কাজ শুরু করেন।
১৮৮৭ সাল থেকেই রাজনৈতিক আবর্তে জড়িয়ে পড়তে শুরু করেন বিপিনচন্দ্র। জাতীয় মহাসমিতির তৃতীয় অধিবেশন ডাকা হয় মাদ্রাজে। সেখানে তিনি প্রতিনিধিত্ব করেন এবং  অস্ত্র আইন প্রত‍্যাহারের দাবি সমর্থন করে বক্তৃতাও দেন। ১৮৯৮ সালে বৃত্তি পেয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ার জন্য বিলেত গিয়ে এক বছর অক্সফোর্ডে থাকেন। ভারতে ফিরে ১৯০১ সালে প্রকাশ করেন একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ‘নিউ ইন্ডিয়া’।
দেশে তখন জাতীয়তাবাদী আন্দোলন নতুন পথ খুঁজে পেয়েছে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়ের অনুগামী হয়ে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী  আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন সভায় বিপিনচন্দ্র তাঁর জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করতে শুরু করলেন। চারদিকে শুরু হল জনসভা, মিছিল, বিলিতি কাপড় পোড়ানোর বহ্নি উৎসব। ১৯০৬ সালে প্রকাশিত হল ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’। যার প্রথম সম্পাদক হন বিপিনচন্দ্র। ‘বন্দেমাতরম’ পত্রিকায় বিপিনচন্দ্র লিখেছিলেন, ‘...আমরা যদি সরকারকে কোনওরূপ সাহায্য করতে অস্বীকৃত হই তাহলে একদিনেই শাসনতন্ত্র অচল হয়ে পড়বে।’ ১৯০৭ সালে মাদ্রাজে যে বক্তৃতা বিপিনচন্দ্র দেন, তাতে সারা দেশে এমন এক জাগরণের সৃষ্টি হয় যে, ভীত ব্রিটিশ সরকার একদিকে শুরু করল দমন-পীড়ন এবং অন‍্যদিকে সেক্রেটারি অব স্টেট ও বড়লাট তৎপর হয়ে উঠলেন বিপিনচন্দ্রকে গ্রেপ্তার করতে!
মুরারিপুকুর বাগানে বোমার কারখানা আবিষ্কৃত হল। গ্রেপ্তার হলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। তাঁর বিরুদ্ধে রাজদ্রোহিতার মামলা শুরু হল। ‘বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক হিসেবে বিপিনচন্দ্রকে সাক্ষ্য দিতে আনা হল কোর্টে। তিনি সত‍্যকথা বললেই অরবিন্দ ঘোষের জেল নিশ্চিত। কিন্তু বিপিনচন্দ্র সাক্ষ্য দিতে উঠে নীরব রইলেন। ফলে আদালত অবমাননার দায়ে তাঁর নিজেরই জেল হল!
১৯০৮ সালে আবার তিনি বিলেত যান। ‘স্বরাজ’ ও ‘ইন্ডিয়ান স্টুডেন্ট’ নামে সেখানে দু’টি পত্রিকা প্রকাশ করেন। ‘স্বরাজ’ পত্রিকায় তাঁর ‘দ‍্য এটিওলজি অব দ‍্য বম্ব ইন বেঙ্গল’ প্রবন্ধের জন্য ১৯১১ সালে বম্বে পৌঁছনো মাত্র তাঁকে গ্রেপ্তার করা হয়! জেল থেকে বেরনোর পর তাঁর সংবর্ধনা সভায় সঙ্গীত রচনা করে দ্বিজেন্দ্রলাল রায় গেয়েছিলেন, ‘বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ...’।
উনিশ শতকের শুরুতে যে জাতীয়তাবাদী ঢেউ উঠেছিল, তার পুরোধা ছিলেন স্বাধীনতা সংগ্রামের চরমপন্থী ত্রয়ী। ইতিহাস যাঁদের  ‘লাল-বাল- পাল’ নামে চিরস্মরণীয় করে রেখেছে। তাঁরা হলেন পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক ও বাংলার বিপিনচন্দ্র পাল! লোকমান্য তিলকের ‘হোমরুল আন্দোলন’-এ বিপিনচন্দ্র যোগ দিয়েছিলেন। তাঁরা ছিলেন পূর্ণ স্বরাজ ও বয়কট আন্দোলনের প্রবর্তক। 
বিভিন্ন পত্রিকা সম্পাদনার পাশাপাশি অসংখ্য বই লিখেছেন সুসাহিত‍্যিক বিপিনচন্দ্র। যার মধ্যে উল্লেখযোগ্য ‘শোভনা’,‘ভারত সীমান্তে রুশ’, ‘সত্তর বৎসর’, ‘জেলের খাতা’, ‘স্বরাজ অ্যান্ড দ‍্য প্রেজেন্ট সিচ্যুয়েশন’, ‘ইন্ডিয়ান ন‍্যাশনালিজম’ প্রভৃতি। বিপিনচন্দ্র ছিলেন নারীশিক্ষা প্রচলনের প্রবক্তা। জাতীয়তাবাদী নেতা চিদম্বরম পিল্লাই বিপিনচন্দ্রকে ‘স্বাধীনতার সিংহ’ নামে যথার্থই অভিহিত করেছিলেন!
১৯৩২ সালের ২০ মে প্রয়াণ হয়  এই মহান বিপ্লবীর।
21st  November, 2021
প্রাচীন ভারতে 
বিজ্ঞানচর্চা

শূন্য আবিষ্কার হয়েছিল এ দেশেই। দশভিত্তিক সংখ্যা পদ্ধতিরও প্রচলন হয় এখান থেকেই। শুধু গণিতশাস্ত্রই নয় জ্যোতির্বিজ্ঞান থেকে শল্যচিকিৎসা— বিজ্ঞানের একাধিক শাখার জন্মভূমি প্রাচীন ভারতবর্ষ। বিশদ

05th  December, 2021
সাহিত্যিক বিজ্ঞানী

তিনি একাধারে বিজ্ঞানী ও কবি। তাঁর কবিতা কখনও প্রকাশিত হয়নি, থেকে গিয়েছে পাণ্ডুলিপি আকারেই। সেই বিজ্ঞানী হামফ্রে ডেভিকে নিয়ে কলম ধরেছেন মৃণাল শীল। বিশদ

05th  December, 2021
শিশু উৎসব

শীতকাল মানেই তো চারদিকে পিকনিক, কার্নিভাল বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান। কিন্তু করোনা পরিস্থিতিতে গত দু’বছর ধরে আমরা কোনও কিছুই করতে পারছি না। আর এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বাড়ির খুদে সদস্যরা। বিশদ

05th  December, 2021
ম্যাজিক লেখাপড়া

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যাজিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। আর প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবারের বিষয়  ফিজিক্যাল ট্রেনিং। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

28th  November, 2021
জাগুয়ার, লেপার্ড ও চিতার ডেরায়
অনির্বাণ রক্ষিত

দেখতে প্রায় একইরকম হলেও জাগুয়ার, লেপার্ড এবং চিতার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। তিনটি প্রাণীকে চিনতে তোমাদের অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়।  শরীরের গঠনগত বিন্যাস দেখে এদের আলাদাভাবে চেনা যায়।  তিনটি প্রাণীরই গায়ের লোমে রয়েছে কালো ছাপ। বিশদ

28th  November, 2021
বাজল ছুটির ঘণ্টা
 

নতুন ছন্দ: বেশ তো চলছিল জীবন। দৈনিক পড়াশোনা, বিকেলের খেলাধুলো, বন্ধুদের আড্ডা, ইস্কুলের ঘণ্টাধ্বনি, রাস্তাঘাট বাজারের কর্মব্যস্ততা— পৃথিবী জুড়েই ছিল কলতান, মুখরতা। করোনার সদর্প হুঁশিয়ারিতে মুহূর্তে তালভঙ্গ হল পৃথিবীর। মানুষ হল গৃহবন্দি। বিশদ

21st  November, 2021
সোনি বিবিসি আর্থের
নতুন শো ‘ওয়াটার ব্রাদার্স’

 

জল এবং তার মধ্যে প্রাণীদের বাঁচিয়ে রাখার ক্ষমতা আমাদের এই পৃথিবী  নামক গ্রহটির অন্যতম বৈশিষ্ট্য। যদিও জলবায়ু পরিবর্তনের ফলে কোরাল (প্রবাল) রিফের ক্রমাগত ক্ষয় মৎস শিল্প এবং জলের ক্ষেত্রে একটা বড় চিন্তার বিষয়। বিশদ

14th  November, 2021
হার্ট অপারেশনের পরও
ফুটবলের মহাতারকা

একেই নিদারুণ অর্থকষ্ট। তার উপর চার ভাইবোন। সন্তানের মুখে খাবার জোগাতে হিমশিম খেতেন মা মারিয়া। জীবনের সেই দুর্লঙ্ঘ্য বাধা পেরিয়ে হয়ে উঠেছেন আজকের  ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশদ

14th  November, 2021
শিশুদিবসের উপহার

১৪ নভেম্বর শিশু দিবস— একথা আমরা সবাই জানি। আর এও জানি, এই দিনটি পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। পণ্ডিত নেহরুর জন্মদিনটিকেই শিশুদিবস হিসেবে স্থির করা হয়েছে। প্রশ্ন হল কেন পণ্ডিত নেহরুর জন্মদিনটিকে শিশুদিবস হিসেবে ধরা হল? বিশদ

14th  November, 2021
সাপখেকো  মাকড়সা

ছোটখাট বা অনেক সময় একটু বড় মাকড়সার জাল বুনে শিকার ধরার ক্ষমতা কারও অজানা নয়। সাধারণত মাকড়সা ছোট পোকামাকড়কে জালে জড়িয়ে ফেলে তাকে মেরে ফেলে। ওই প্রাণীর দেহে থাকা নির্যাস চুষে খেয়ে নেয়।
বিশদ

07th  November, 2021
পৃথিবীর জাদুঘর

জাদুঘর দেখতে তো তোমরা সকলেই ভালোবাসো, তাই না? কত যে বিস্ময় সাজানো থাকে জাদুঘরে তার ইয়ত্তা নেই। ব্রিটিশ মিউজিয়াম থেকে শুরু করে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম পর্যন্ত পৃথিবীর সব জাদুঘরেই রয়েছে দুর্লভ ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহ ও সংরক্ষণ।
বিশদ

07th  November, 2021
সোনি বিবিসি আর্থের
নতুন শো ‘ডায়ন্যাস্টিজ’

‘যিনি পথ চেনেন, সেই রাস্তায় হাঁটেন এবং বাকিদের পথ দেখান তিনিই রাজা’— জন সি ম্যাক্সওয়েলের এই কথাগুলো সার্থকভাবে একজন প্রকৃত রাজার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে।
বিশদ

07th  November, 2021
সোনি বিবিসি আর্থের নতুন শো
‘অ্যানিমাল আইনস্টাইনস’

প্রকৃতিতে টিকে থাকার জন্য প্রাণীদের বুদ্ধিমান হতেই হয়। কিছু কিছু প্রাণী আবার আমরা যতটা আশা করি, তার থেকেও বেশি বুদ্ধিমান হয়। প্রাকৃতিক এই বুদ্ধিমত্তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তোমাদের জন্য সোনি বিবিসি আর্থ নিয়ে এসেছে নতুন শো ‘অ্যানিমাল আইনস্টাইনস’।
বিশদ

31st  October, 2021
ম্যাজিকে লেখাপড়া

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যাজিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। আর প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবারের বিষয়  ওয়ার্ক এডুকেশন। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

31st  October, 2021
একনজরে
রাস্তায় যত্রতত্র পড়ে থাকা কেবল টিভি’র তারই চিন্তার কারণ। যাতায়াতের পথে অনেক সময় জড়িয়ে যাচ্ছে পায়ে। আবার সাইকেল বা বাইকের চাকাতে জড়িয়েও কখনও কখনও ঘটছে দুর্ঘটনা। ...

রবিবার আইএসএলের ম্যাচে কেরল ব্লাস্টার্স  ২-১ গোলে হারাল ওড়িশা এফসিকে। এবার প্রতিযোগিতায় প্রথম জয় পেল কেরলের ফ্র্যাঞ্চাইজি দলটি। ...

কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরই কাটোয়া আদালত চত্বর থেকে বাইক চুরি। এমনকী বাইক চুরি করে পালানোর সময় এক মহিলার ব্যাগ ছিনতাইও করে দুষ্কৃতীরা। ...

ফুটফুটে এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফের উত্তাল হল ভোটমুখী উত্তরপ্রদেশ। ঘটনাটি হাপুর শহরের। মাত্র ছ’বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর পর তাকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
২০১৬ - তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১১ টাকা
পাউন্ড ৯৭.৮৬ টাকা ১০১.৩০ টাকা
ইউরো ৮৩.৬১ টাকা ৮৩.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৫৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১, ৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১, ৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2021

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১। তৃতীয়া ৫১/৩ রাত্রি ২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র ৫০/৩০ রাত্রি ২/১৯।  সূর্যোদয় ৬/৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/০ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৭ গতে ১১/২৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১।  দ্বিতীয়া দিবা ৯/২। মূলা নক্ষত্র দিবা ৮/৩২। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে। কালবেলা ৭/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে।  
১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ...বিশদ

09:04:21 PM

গল্ফগ্রিনে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

04:34:00 PM

রেলের পরীক্ষার ফলপ্রকাশ কবে, জানুন
রেলের পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ...বিশদ

04:21:03 PM

৯৪৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:06:34 PM

৫২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

02:01:53 PM

সারের কালোবাজারি বন্ধের দাবিতে মাথাভাঙার একাধিক জায়গায় পথ অবরোধ

01:27:47 PM