বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
এদিন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রদের নিয়ে একটি বর্ণাঢ্য প্রভাতফেরীরও আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজাবাজার, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিট হয়ে র্যালিটি স্কুলে আবার ফিরে আসে। এবার র্যালির বিশেষ আকর্ষণ ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিপ্লবী রাসবিহারী বসুর ট্যাবলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিপ্লবী রাসবিহারী বসু সেজেছিল স্কুলেরই ছাত্ররা। র্যালি স্কুলে ফেরার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষিকা।