ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
সাধারণভাবে কাটা ফল রেখে খাওয়া ঠিক নয়। তবু যদি কাটা ফল রেখে খেতেই হয় তাহলেও তা একটা বায়ুনিরুদ্ধ মুখবন্ধ কাচের বয়মে রেখে দেবেন। কিন্তু যেভাবেই রাখুন না কেন একদিনের বেশি কাটা ফল ফেলে রাখবেন না।
জানলা বা আয়না পরিষ্কার করতে হলে তিন চামচ অ্যামোনিয়া এক টেবিল চামচ সাদা ভিনিগারের সঙ্গে মিশিয়ে নিন। তারপর তা স্প্রের বোতলে ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। কাচের ওপর এই তরলটি স্প্রে করে তা খবরের কাগজ দিয়ে মুছুন। দেখবেন কাচ ঝকঝক করবে।
অনেক সময় জামার কলারের সুতো উঠে বিশ্রী হয়ে যায়। অথচ জামাটা হয়তো ঠিকই আছে। সেক্ষেত্রে জামার কলার সমান করে পেতে নিন। তারপর তার ওপর একটা ইলেক্ট্রিক শেভর চালিয়ে বাড়তি সুতো চেঁছে ফেলে দিন। এবং সবশেষে গরম ইস্ত্রি জামার কলারের উপর চালিয়ে দিন। দেখবেন কলার আবার নতুনের মতো দেখাবে।
লঁজারি ব্যবহার করার আগে তা নতুন অবস্থায় ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। তারপর জল থেকে তুলে রেখে তা নিংড়ে নিন। এরপর একটা প্লাস্টিক জিপলক ব্যাগে ভরে ২৪ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। এবং আবারও তা বার করে সাধারণ জলে ভিজিয়ে বরফ গলিয়ে নিন এবং শুকোতে দিন। অনেক বেশিদিন টেকসই হবে।
শৌখিন বা পাতলা কাপড় কাচার জন্য তা একটা বালিশের ওয়ারের ভিতর ভরে নিন। তারপর তার মুখ বন্ধ করে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিন। কাপড়ের কোনও ক্ষতি হবে না, কিন্তু তা পরিষ্কার হবে।
কাপড়ে চায়ের দাগ লাগলে তা প্রথমে জলে ধুয়ে নিন। তারপর দাগ লাগা জায়গাটা হাত দিয়ে ঘষে নিন। এরপর সেই জায়গায় লেবুর রস লাগিয়ে রেখে দিন। এবং বেশ খানিকক্ষণ ওইভাবে রাখার পর তা আবারও জলে ধুয়ে ঘষে নিন। দেখবেন দাগ উঠে যাবে।
সুতির কাপড়ে তেলের দাগ লাগলে ওই দাগ লাগা অংশটি অ্যামোনিয়া সলিউশনে ভিজিয়ে রেখে দিন। তারপর সাবান দিয়ে ঘষে কেচে নিন। দেখবেন দাগ উঠে যাবে।