ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
মূলত খাবারদাবার পাওয়া যায় ভিক্টোরিয়া ও মাজদেভার কাছে। পিনাট বাটার যে সাধারণ মাখনের তুলনায় কম ক্ষতিকর তা তাঁরা জনসাধারণের সামনে তুলে ধরেছেন। অথবা মহিলাদের রোজকার ডায়েটে বাদাম রাখা যে খুবই দরকার তাও তাঁরা বুঝিয়েছেন। এবং সেই ধরনের খাবারই তাঁরা বিক্রি করেন।
মহামারীর সময় এই ব্যবসা লোককে আরও উপকৃত করেছে বলে তাঁদের ধারণা। এছাড়াও বিভিন্ন ওয়েলনেস থেরাপিও তাঁরা চালু করেছেন। মাসাজ, হেয়ার অয়েল ইত্যাদিও এনেছেন ব্যবসার সামগ্রী হিসেবে। এমন ব্যবসার অভিনবত্ব অবশ্যই জনসাধারণের কাছে বিশেষ আকর্ষণের বস্তু হয়ে উঠেছে। ভালোভাবে বাঁচার ইচ্ছে নিয়ে তাই তাঁরা এগিয়ে এসেছেন এই দুই কন্যার ব্যবসাকে সফল করে তুলতে।