দক্ষিণবঙ্গ

আমি অন্যায় করব না, কাউকে করতে দেব না, দলীয় কর্মীদের বার্তা অনুব্রতের

সংবাদদাতা, রামপুরহাট: ‘আমি নিজে কোনও অন্যায় করব না। কাউকে অন্যায় করতে দেব না।’—এমনই মন্তব্য বদলে যাওয়া বীরভূম জেলার ‘দোর্দণ্ডপ্রতাপ’ তৃণমূল নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের।  
শুক্রবার নলহাটির দু’টি ব্লকে পৃথক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনুব্রত। একটি, নলহাটি ১ ব্লকের হরিপ্রসাদ হাইস্কুল মাঠে। অন্যটি, নলহাটি ২ ব্লকের ভগলদীঘি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। দু’টি অনুষ্ঠানে দলীয় কর্মীদের একাধিক পরামর্শ দেওয়ার ফাঁকে অন্যায়ের প্রসঙ্গে কড়া বার্তাও দিয়ে রাখলেন তৃণমূলের জেলা সভাপতি। সেই সঙ্গে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আমি দলের 
একজন ছোট্ট কর্মী হয়ে থাকতে চাই। মন্ত্রী, সাংসদ, বিধায়ক হওয়ার বাসনা আমার নেই। সবাইকে নিয়ে চলতে চাই।’ এদিনও চেনা সেই আগের কেষ্টদাকে দেখলেন না অনুগামীরা। তাঁর বক্তব্যে কোনও ঝাঁজ নেই। বিরোধীদের উদ্দেশ্যে কোনও মারকাটারি শব্দবন্ধের ব্যবহার নেই। রয়েছে শুধু সবাইকে কাছে টানার, ভালোবাসার আকুল আর্তি। সেই কারণেই হয়তো দলের নেতা-কর্মীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা স্রোতের মতো। অনেকে তাঁর  মুখোমুখি হতে মঞ্চেও উঠে পড়ছেন। সাধ্যমত সবাইকে স্নেহের বন্ধনে বাঁধছেন অনুব্রত। অথচ, বছর দুই তিনেক আগে এমন ছবি ছিল বিরল!
তিহার জেল থেকে মুক্ত হওয়ার পর বৃহস্পতিবার থেকে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন অনুব্রত। ব্লক ভিত্তিক বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। মুরারই ১ ও ২ ব্লকের পর বিজয়া সম্মিলনী ছিল নলহাটি ২ ব্লকে। এখানেও তিনি অত্যন্ত নিচু স্বরে বক্তব্য রাখেন। দলের ভিতরে হানাহানি, ঝগড়া না করার পরামর্শ দেন। তাঁর নিজের কথায়,  ‘আমার বয়স অনেক হল। চলুন এবার থেকে বীরভূম জেলায় নতুন আলোড়ন সৃষ্টি করি। আমরা সবাইকে নিয়ে চলব। কোনও ভেদাভেদ রাখব না। আমাদের আর কিছু পাওয়ার নেই। আমরা মানুষের সেবা করব। বীরভূমকে আরও সাজিয়ে তুলব। সেক্ষেত্রে আমি ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন। আমি কর্মী হয়ে থাকতে চাই। আপনাদের মতো দলের কাজ করব। মন্ত্রী, সাংসদ, বিধায়ক হতে চাই না।’ এর পরেই তাঁর সংযোজন, ‘আমি কোনও অন্যায় করব না, কাউকে করতেও দেব না। অন্যায় করলে কোনওকিছু ভালো হয় না। আজ থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, সবাইকে নিয়ে চলব।’ 
অনুব্রতর এই আহ্বান কি সত্যিই দলের ভিতরে আলোড়ন ফেলেছে? তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি সকল সদস্যদের জেলা সভাপতির বিজয়া সম্মিলনীর কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই মতো এদিন অনুষ্ঠানে বিকাশবাবু সহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দলের জেলা চেয়ারম্যান অশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ হাজির ছিলেন। তবে, তাৎপর্যপূর্ণভাবে এদিনও গরহাজির ছিলেন কাজল শেখ, সাংসদ শতাব্দী রায় সহ কোর কমিটির একাধিক সদস্য। তা নিয়ে  কর্মীদের মধ্যে জল্পনার সৃষ্টি হয়। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘সকলের সঙ্গেই আমার কথা হয়েছে। আজ না হয় কাল তাঁরা উপস্থিত থাকবেন। আমি আশাবাদী।’  
এদিকে, দীর্ঘদিন নলহাটি-২ ব্লকে তৃণমূলের স্থায়ী সভাপতি নেই। ফাইভ ম্যান কমিটি দল পরিচালনা করছেন। পূর্ণাঙ্গ ব্লক কমিটি চেয়ে মঞ্চে জেলা সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য। তবে অনুব্রত বলেন, ‘এই কমিটি তো ভালোভাবেই দল চালাচ্ছে। তা ছাড়া এটা দলের আভ্যন্তরীণ বিষয়।’ 
এদিন, আশিসবাবুও অনুব্রতের সুরে মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল তাঁর বক্তব্যে ঐক্যবদ্ধ লড়ইয়ের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ঐক্যবদ্ধ লড়াই চলবে। আমরা যদি এক হয়ে চলতে পারি, তাহলে সমস্ত কুৎসা অপ্রচারের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। জেলার ১১টি বিধানসভাতেই আমাদের জয় নিশ্চিত হবে।’ একসঙ্গে চলার ডাক দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরিও।
(মঞ্চে আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশ মেজাজে অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র )
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা