দক্ষিণবঙ্গ

গাংপুরে খাস জমি দখল মাফিয়াদের, স্থানীয়দের অভিযোগে তদন্তে নামছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহর লাগোয়া গাংপুরের জমি এখন অগ্নিমূল্য। এই এলাকাতেই এখন নজর পড়েছে জমি মাফিয়াদের। সরকারি জমি মাফিয়ারা প্লট করে বিক্রি করছে। প্রতি কাঠার দাম পাঁচ লক্ষ টাকা। দু’দিন আগে জাতীয় সড়ক লাগোয়া প্রায় ১০ বিঘা জমি মাফিয়ারা দখল করতে আসে। জেসিবি মেশিন দিয়ে ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এলাকার বাসিন্দারা খবর পেয়ে মাফিয়াদের লোকজনদের তাড়া করে। তারা আপাতত চম্পট দিয়েছে। কিন্তু, আদৌ এই জমি রক্ষা করা যাবে কি না তা নিয়ে সন্দিহান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মাফিয়াদের মাথার উপর প্রভাবশালীদের হাত রয়েছে। সেই কারণে মাফিয়ারা প্রকাশ্যে জমি বিক্রি করছে বলে অভিযোগ। খাস বা পাট্টা জমির দখল বন্ধ করতে স্থানীয় বাসিন্দারা জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, গাংপুরে জাতীয় সড়কের ধারে বহু খাস বা পাট্টা জমি রয়েছে। বহু জমি আগেই প্রভাবশালীরা বিক্রি করেছে। তারা কয়েকজনকে জমির দলিল তৈরি করে দিয়েছে। সেটা কীভাবে সম্ভব হল তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। জাতীয় সড়কের পাশে থাকা প্রায় ২০ বিঘা জমি অত্যন্ত মূল্যবান। মাফিয়ারা ইতিম঩ধ্যে প্রায় ১০ বিঘা জমি মেশিন নামিয়ে পরিষ্কার করেছে। এলাকার বাসিন্দারা বাধা না দিলে সব জমিই পরিষ্কার করে তা বিক্রি করত বলে অভিযোগ। এলাকার এক বাসিন্দা বলেন, এরকম দাদাগিরি আগে এতটা ছিল না। কয়েক বছর ধরে প্রবণতা বেড়ে গিয়েছে। প্রথম দিকে সরকারি জমি তারা কাঠা প্রতি দু’লক্ষ টাকায় বিক্রি করত। এখন তা পাঁচ লক্ষ টাকায় বিক্রি করছে। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি আমি শুনেছি। জাতীয় সড়কের পাশে ওই জমি মাপজোখ করা হয়েছে। এভাবে জমি হস্তান্তর করা যায় না। স্থানীয়রা বাধা দিয়েছে। যারা জমির কারবার করে তারাই এসব করছে। 
এলাকার তৃণমূল নেতা আজাদ রহমান বলেন, আমার কাছে জমি দখলের খবর আসার সঙ্গে সঙ্গেই মেশিন বন্ধ করতে বলি। যারা এসব করছিল তাদের কাছে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। দলের ব্লক সভাপতি পরম কোনার বলেন, ঘটনা জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তৃণমূলের জেলা নেতা দেবু টুডু বলেন, কেউ জোর করে জমি দখল করলে প্রশাসন ব্যবস্থা নেবে। দলের কেউ এসবে যুক্ত নেই বলেই আমার বিশ্বাস। কেউ নিজের স্বার্থ চরিতার্থ করতে এসব করলে দল ব্যবস্থা নেবে। আমাদের দল কখনওই এসব সমর্থন করে না। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জমির ভুয়ো নথিও তৈরি হচ্ছে। জীবিতদের মৃত দেখিয়েও জমি বিক্রির করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। (এই জমি ঘিরে অভিযোগ উঠেছে।-নিজস্ব চিত্র)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা