দক্ষিণবঙ্গ

উপনির্বাচনে দেওয়াল দখলে এগিয়ে তৃণমূল কংগ্রেস, উধাও বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রচারের প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে দেওয়াল দখলে অন্য দলের থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল। বিরোধীদের সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক মহলের মতে, শেষ বেশকিছু নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি ও সিপিএম। তাই এবারে তারা অনেকটাই কোণঠাসা। অপরদিকে তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, উৎসবের মতো ভোট করার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বুথস্তরে বৈঠক শুরু করেছে কর্মী, সমর্থকরা। প্রার্থীদের নাম ঘোষণা হতেই দলে দলে কর্মীরা রাস্তায় প্রচারে নামবে। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তৃণমূল ভোটের লড়াইয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে। বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি সহ বিরোধীদের ভোট শুরু খুঁজেই পাওয়া যাচ্ছে না। লড়াই আর কীভাবে হবে। প্রসঙ্গত, মেদিনীপুরে প্রথমবার কোনও উপনির্বাচন হচ্ছে। উৎসবের মাঝে ভোট ঘোষণা হতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একদিকে তৃণমূল চাইছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র ফের দখল করতে। অপরদিকে বিজেপি ও সিপিএম চাইছে, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই আসন জিতে মনোবল বাড়িয়ে রাখতে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বুথ স্তরে বৈঠক শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু এখনও ঝিমিয়ে বিজেপি ও সিপিএম। তাই দেওয়াল দখল সহ নানা কর্মসূচিতে বিরোধী শূন্য রয়েছে। জানা গিয়েছে, ডিজিটাল যুগে ভোটের প্রচারের জন্য দেওয়াল লিখনের গুরুত্ব আজও বর্তমান। তাই প্রতিবার ভোট ঘোষণা হতেই দেওয়াল দখলের জন্য ঝাঁপিয়ে পড়ে শাসক-বিরোধী উভয়পক্ষ। উপনির্বাচনের ভোট ঘোষণা হওয়া মাত্রই দেওয়াল দখলে তৃণমূল কর্মীরা মাঠে নেমে পড়েছে। পুরসভার ২৫টি ওয়ার্ড ছাড়াও ৯টি গ্রাম পঞ্চায়েতে দেওয়াল দখলের কাজ করছে তৃণমূল। কিন্তু দেখা নেই সিপিএম-বিজেপির। 
এক বিজেপি নেতা বলেন, গোষ্ঠী কোন্দল বড় হয়ে গিয়েছে। তাই দেওয়াল দখল সহ নানা কর্মসূচিতে কাউকে পাওয়া যায় না। ছোট বড় সকল নেতাই নিজেকে নিয়ে ব্যস্ত। এছাড়া বহু নেতা কর্মী বসে যাওয়ায় সাংগঠনিক ভিত অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা ভোটে হেরে যাওয়ার পর মনোবল দুর্বল হয়ে পড়েছে। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, বিজেপি প্রস্তুতি নিচ্ছে লড়াইয়ের জন্য। সময়মতো কর্মী সমর্থকরা ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। মানুষ তৃণমূলের আসল রূপ বুঝে গিয়েছে। তাই এবার বিজেপির উপরেই মানুষ ভরসা রাখবে। (মেদিনীপুরে দেওয়াল লিখন তৃণমূল কর্মীদের।-নিজস্ব চিত্র)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা