দক্ষিণবঙ্গ

মেদিনীপুর ও রূপনারায়ণ ডিভিশনে শতাধিক হাতি, ফসলের ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উৎসবের মরশুমে হাতির আতঙ্কে ভুগছে একাধিক গ্রাম। বনদপ্তরের মেদিনীপুর ও রূপনারায়ণ ডিভিশনের জঙ্গলে শতাধিক হাতি রয়েছে। তারা কৃষিখেতে হানা দেওয়ায় বিঘার পর বিঘা জমির ফসলের ক্ষতি হচ্ছে। এতে চাষিদের মাথায় হাত পড়েছে।
দুই ডিভিশনের বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, হঠাৎই এলাকায় হাতির সংখ্যা বাড়তে শুরু করেছে। এর জেরে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় হাতির দল জমির ধান সাবাড় করছে। ইতিমধ্যেই গড়বেতা-২ ব্লকের বিস্তীর্ণ এলাকার জমির ফসল নষ্ট হয়েছে।
গড়বেতা রেঞ্জ এলাকার বাসিন্দা নিমাই মণ্ডল বলেন, চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামের মানুষ প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। হুলা পার্টির দেখা মিলছে না। যে কোনও সময় বড় বিপদ হতে পারে। ক্ষতিপূরণ না পেলে চাষিরা বড় সমস্যায় পড়বেন।
বনদপ্তর জানিয়েছে, মেদিনীপুর ডিভিশনে ৭০টির বেশি হাতি রয়েছে। বিভিন্ন জঙ্গলে হাতির দল ছড়িয়েছিটিয়ে রয়েছে। ইতিমধ্যেই বনদপ্তর স্থানীয়দের জঙ্গলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। সেইসঙ্গে রূপনারায়ণ ডিভিশনে বিপুল সংখ্যক হাতি রয়েছে। ঝাড়গ্রাম ডিভিশনে হাতির সংখ্যা কমতে শুরু করেছে। সেখান থেকে বেশিরভাগ হাতি মেদিনীপুর ও রূপনারায়ণ ডিভিশনের এলাকায় ঢুকছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, হাতির দল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ মিলবে।-ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা