দক্ষিণবঙ্গ

বেআইনি মদের বিরুদ্ধে পোস্টার মহিলাদের

সংবাদদাতা, তেহট্ট: অনুমোদনপ্রাপ্ত দোকানের পাশাপাশি বাজারে বেআইনিভাবেও মদ বিক্রি হচ্ছে। যার জেরে দিন দিন এলাকায় নেশাগ্রস্তের সংখ্যা বাড়ছে। প্রশাসন বা বাজার কমিটি কারও এদিকে নজর নেই। তেহট্টের বেতাইয়ের নতুনবাজার এলাকায় তাই এবার নেশাগ্রস্তদের উপদ্রব রুখতে ময়দানে নামলেন মহিলারা। সেখানকার কলেজ গেটে পোস্টার লাগিয়ে খোলা বাজারে মদ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে মহিলাদের দু’টি সংগঠন। এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করলে বা মাতলামি করলে পাঁচহাজার টাকা ‘জরিমানা’ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সন্ধ্যার পর বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজ লাগোয়া এলাকা ও নতুনবাজার চত্বর নেশাগ্রস্তদের দখলে চলে যায়। ওই সময়ে বাজারে আসতে ভয় পান মহিলারা। বেতাই বাজারের এক কিলোমিটারের মধ্যে সরকার অনুমোদিত তিনটি মদের দোকান আছে। এছাড়া বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে অবৈধভাবে দেশি-বিদেশি মদ বিক্রি হয়। অভিযোগ, আবগারি দপ্তর বা পুলিস অভিযান চালাতে আসার আগেই বেআইনি মদ কারবারিদের কাছে খবর পৌঁছে যায়। ফলে বেআইনি কারবার রোখা যাচ্ছে না।
মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার অবশ্য বলেন, বেআইনি মদ কারবারিদের দোকানে নিয়মিত অভিযান চালানো হয়। সেখান থেকে মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
বেতাই রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতি ও প্রীতিলতা মহিলা সমিতির সদস্যা ব্রহ্মময়ী বিশ্বাস, কাজল মণ্ডল, রিম্পা বৈদ্য, সবিতা মল্লিকরা জানালেন, সন্ধ্যার পর নেশাগ্রস্তদের উপদ্রবে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পুরুষরা হাতের কাছে মদ পেয়ে তাতে আসক্ত হয়ে পড়ছে। এর আগে একাধিকবার বেআইনি মদের কারবারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেও তা বন্ধ করা যায়নি। তাই এবার এলাকার দু’টি মহিলা সমিতির সদস্যরা একজোট হয়ে বেআইনি ভাবে মদ বিক্রেতা ও মাতালদের বিরুদ্ধে সরব হয়েছেন। কলেজ গেটে পোস্টার লাগিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা