দেশ

৫ কোটি না দিলে সিদ্দিকির থেকেও খারাপ হাল, টার্গেট সলমন, পুলিসকে মেসেজ বিষ্ণোইর

মুম্বই: বাড়ির বাইরে গুলি, ঘনিষ্ঠ রাজনীতিক খুন, একের পর এক হুমকি—ঘুরেফিরে টার্গেট একজনই। সলমন খান। ভাইজানকে খতম করা। কৃষ্ণসার হরিণ হত্যার ‘শাস্তি’ দেওয়া। প্রাণে বাঁচার উপায় কী? সলমনকে দিতে হবে পাঁচ কোটি টাকা। না দিলে সদ্য নিহত বাবা সিদ্দিকির থেকেও ‘খারাপ হাল’ হবে তাঁর। এই নতুন হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর। তাও মুম্বই ট্রাফিক পুলিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে মেসেজ করে। তাতে স্পষ্ট লেখা, ‘সলমন খান যদি বেঁচে থাকতে চান, লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। এই বার্তা হাল্কাভাবে নেবেন না। নয়তো বাবা সিদ্দিকির থেকেও খারাপ হাল হবে সলমনের।’ মেসেজ পেয়েই তৎপর হয়েছে মুম্বই পুলিস। হুমকি, তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে ওরলি থানায়। কোথা থেকে এল এই বার্তা? জানতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে পর্দার ‘টাইগার’কে।  
গত ১২ অক্টোবর, শনিবার রাতে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়েছিলেন সলমন। সিদ্দিকির শেষকৃত্যেও যান তিনি। ওই ঘটনার পর থেকেই অভিনেতাকে নিয়ে উদ্বেগ বেড়েছে। সলমন ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সলমন হত্যার জন্য ৬০ জন বন্দুকবাজকে নিয়োগ করেছিল বিষ্ণোই গ্যাং। বুধবার রাতে অভিনেতাকে খুনের বরাত দেওয়ার অভিযোগে হরিয়ানার পানিপত থেকে বিষ্ণোইদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পনভেল টাউন পুলিসের টিম। এই আবহে চিন্তিত ভাইজান নিজেও। এ কারণে সদ্য দুবাই থেকে একটি বুলেটপ্রুফ এসইউভি গাড়ি কিনেছেন তিনি। খরচ পড়েছে দু’কোটি টাকা। ২০২৩-এর এপ্রিল মাস থেকেই বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করেন সলমন। তবে নতুন গাড়ির সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত মানের। রয়েছে বোমা সতর্কতার অ্যালার্ম, পুরু কাচের জানালা, চালক ও যাত্রীকে আড়াল করার জন্য শেড। তবে হুমকির আবহের মাঝেও কাজ বন্ধ করতে নারাজ অভিনেতা। বৃহস্পতিবার রাতে ‘বিগ বস ১৮’-এর সপ্তাহান্তের বিশেষ পর্বের শ্যুটিং করেছেন তিনি। তাঁর নিরাপত্তার জন্য সতর্ক ছিলেন নির্মাতারা। কড়া নজরদারির মধ্যে চলেছে শ্যুটিং। কেবল সলমনের সুরক্ষার জন্যই মোতায়েন ছিলেন ৬০ জন নিরাপত্তারক্ষী। আগামী বছর ঈদের মরশুমে সলমন অভিনীত ‘সিকন্দর’ মুক্তির কথা রয়েছে। বিষ্ণোই গোষ্ঠীর ক্রমাগত হুমকির মধ্যে সেই ছবির শ্যুটিং বন্ধ হয়ে যাবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও তাঁর ম্যানেজার জানিয়েছেন, ভিত্তিহীন রটনা। বাড়তি নিরাপত্তা নিয়ে শ্যুট চালিয়ে যাবেন তিনি। তবে ডিসেম্বরের মধ্যে শ্যুট শেষ করার কথা থাকলেও এই ঝঞ্ঝাটের মধ্যে তা জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে বলে খবর।  
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা