দেশ

ফেনায় ঢাকা যমুনা, দিল্লির দূষণে শুরু রাজনৈতিক তরজা

নয়াদিল্লি: দূষণের জেরে সাদা রাসায়নিক ফেনায় ঢাকল দিল্লির যমুনা নদী। একইসঙ্গে প্রবল বায়ুদূষণের শিকার রাজধানী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৯৩। এই মাত্রা ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে তাকে সন্তোষজনক ধরা হয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুসারে শুক্রবার সকাল নটায় দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের একিউআই ছিল ‘ভেরি পুয়োর’ মাত্রার। উত্তর দিল্লির ওয়াজিরপুরে একিইউ ছিল ৩৭৯। অন্যদিকে, পূর্ব দিল্লির বিবেক বিহারে এই মাত্রা ছিল ৩২৭। দূষণ নিয়েও রাজনৈতিক তর্জা শুরু হয়ে গিয়েছে। উত্তর-পূর্ব দিল্লির সাংসদ তথা বিজেপি নেতা মনোজ তিওয়ারির বক্তব্য, ‘দিল্লির আপ সরকার দূষণের বিরুদ্ধে লড়াই করতে চায় না। অরবিন্দ কেজরিওয়াল দশ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন। আতিশীও একমাস ধরে মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁদের কোনও ইচ্ছাই নেই যে দিল্লির মানুষ ভালো করে শ্বাস নিক।’ তিনি আরও বলেন, ‘বাতাস থেকে নদী—দূষণ ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে।’ অন্যদিকে, দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, বায়দূষণের উত্সস্থল হিসেবে রাজধানীর ১৩টি স্থানকে ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে দূষণ ঠেকাতে একটি কমিটি গঠন করা হবে। বাতাসে ধুলোর পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ৮০টি অ্যান্টি-স্মগ গান ব্যবহার করা হবে। বিজেপির অভিযোগের পাল্টা দিয়ে গোপাল বলেন, ‘দূষণ ঠেকাতে আমরা সমস্ত রকম কাজ করছি। অরবিন্দ কেজরিওয়ালের সরকারই সর্বক্ষণ বিদ্যুতের ব্যবস্থা ও জেনারেটরের দূষণ কমাতে উদ্যোগ নিয়েছে। বিজেপি দলটি দূষণ ছড়ায়, আমাদের দল তা কমায়।’
অন্যদিকে, যমুনা নদীতে এর আগেও রাসায়নিক ফেনা দেখা গিয়েছে। তবে বর্ষার মরশুমে এমন ফেনার দেখা মেলা কিছুটা বিস্ময়কর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিভিন্ন জায়গায় ঘন ফেনায় ঢেকে গিয়েছে নদীর জল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত অতিরিক্ত মাত্রায় অ্যামোনিয়া ও ফসফেটের প্রভাবে এই ফেনা তৈরি হয়। মানব শরীর এই ফেনার সংস্পর্শে এলে শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যমুনা নদীর দূষণের মাত্রা যে হারে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। মাসখানেকের মধ্যে ছটপুজো সহ একাধিক উত্সব রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন তাঁরা।
ফেনায় ঢাকা যমুনা। ছবি: এএফপি
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা