দেশ

একনাথই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, সিন্ধে গোষ্ঠীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যা আশঙ্কা ছিল বিজেপির, মহারাষ্ট্রে ঠিক সেটাই হতে চলেছে। একনাথ সিন্ধেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে প্রচারে নামবে তাঁর দল। এবং এনডিএ জোটের বড় শরিক বিজেপিকেও সেটা জানিয়ে দিয়েছে শিবসেনা (সিন্ধে)। যা নিয়ে বিজেপি কোনও উচ্চবাচ্য করেনি। বিজেপি চায় না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে রেখে ভোটে নামতে। তারা চায়, হরিয়ানার স্টাইলেই প্রচার করতে। অর্থাৎ ফলাফলের পর সিদ্ধান্ত হবে কে হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রী সিন্ধের দল মুম্বইয়ে জরুবি বৈঠক ডাকে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিজেপি যাই বলুক, শিবসেনা (সিন্ধে) ভোটে প্রচারে বলবে যে, আবার মহারাষ্ট্রে এনডিএ জোটের সরকার হবে এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন একনাথ সিন্ধে। নতুন স্লোগানও তৈরি হয়েছে। নাথ কে নাথ, একনাথ। দুপুরে ওই বৈঠকের পর বিকেলের মধ্যেই বিজেপিকে জানিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত। কিন্তু বিজেপি সরাসরি কোনও মন্তব্য করেনি। যদিও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে দলের অন্দরে। কারণ, এবারও সবথেকে বেশি আসনে লড়াই করছে বিজেপি। সুতরাং রাজনৈতিকভাবে এনডিএ জোটের তিন দলের মধ্যে বিজেপি বড় শরিক। অথচ মেজ শরিক শিবসেনাই ঘোষণা করে দিচ্ছে, তাদের দল থেকে হবে মুখ্যমন্ত্রী। এটা রাজনৈতিকভাবে বিজেপির কাছে ভোটের আগেই যথেষ্ট অসম্মান। 
তাই ভোট প্রচার তো দূরের কথা, প্রার্থী নির্বাচনের আগেই শুরু হয়েছে জোট জটিলতা। মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের পুত্র এমপি শ্রীকান্ত সিন্ধে বলেছেন, আমাদের সরকারের সবথেকে জনপ্রিয় নেতার নাম একনাথ সিন্ধে। মুখ্যমন্ত্রীর নামেই এবারও এনডিএ জোট জয়ী হবে। তাই এটাই স্বাভাবিক যে, আবার মুখ্যমন্ত্রী হবেন একনাথ সিন্ধে। আর এই ঘোষণার পরই বিজেপি এবং শিবসেনার মধ্যে স্নায়ুর লড়াই শুরু হয়েছে। যে ক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লিতেও। স্থির হয়েছে এনডিএ জোটের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যাবেন এবং প্রস্তাব রাখবেন যে প্রচারে মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করা হবে না। যে ফর্মুলায় অন্য রাজ্যে এতদিন লড়াই হয়েছে, সেটাই মানা হবে। অর্থাৎ মহারাষ্ট্রেও মানা হবে মোদি ফর্মুলা। ফলপ্রকাশের পরই মুখ্যমন্ত্রী কে হবেন, তার সিদ্ধান্ত। ঠিক এই কারণেই ২০১৯ সালে বিজেপি এবং উদ্ধব থ্যাকারের অখন্ড শিবসেনার জোট ভেঙে গিয়েছিল। আর তাই এবার শিবসেনার নতুন গোষ্ঠী চাইছে আগেভাগে বিজেপিকে চাপে রাখতে। যুক্তি হিসেবে তাদের বক্তব্য, লোকসভা ভোটে বিজেপির তো বিপর্যয় ঘটেছে। 
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা