বিনোদন

‘অভিনয় আমার ভালোবাসা, খেলাটা প্যাশন’: আয়ান

অভিনয়ের অক্ষরজ্ঞান সেই ছোটবেলা থেকেই। ড্রইং ক্লাসের পর বন্ধুর বাড়ি থেকে রং পেন্সিল আনার নাম করে কিংবা অতিরিক্ত অঙ্ক ক্লাসের অছিলায় অভিনয়ে মনোনিবেশ। কখনও পাড়ার পুজোর নাটকের রিহার্সাল, আবার কখনও গ্রুপ থিয়েটারের মহলায় অভিনয়ের পাঠ নেওয়া। আবার মাঝেমধ্যেই স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে সাইকেলে সোজা স্টুডিও পাড়ায় পৌঁছে যাওয়া ছিল আয়ান ঘোষের অন্যতম অ্যাডভেঞ্চার। ‘সে এক লম্বা লুকোচুরির গল্প। বাবা, মায়ের অগোচরে করতাম সব। সেসব নিয়ে একটা মজার মেগা সিরিয়াল হয়ে যেতে পারে’, বলছিলেন জি বাংলার চলতি ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এর হিরো ‘ঋদান’ ওরফে আয়ান। সেইসঙ্গে ফুটবল-ক্রিকেট তো ছিলই। তারপরেও ছাত্রজীবনের প্রতিটি ধাপ সাফল্যের সঙ্গে উতরেছেন। ‘সায়েন্স আমার পছন্দের বিষয়। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাশ করে সোজা মুম্বই গিয়েছিলাম’, বললেন অভিনেতা। এত বড় সিদ্ধান্তে বাবা-মায়ের প্রতিক্রিয়া? তাঁর উত্তর, ‘ওঁরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।’ 
‘হইচই আনলিমিটেড’ সিনেমার প্রোমোশনাল ভিডিওয় দেবের পরামর্শে অভিনয় করেছিলেন আয়ান। ‘আমার ইচ্ছে ছিল ডান্স, অ্যাকশন, অভিনয় সবকিছুতে তৈরি হয়ে ক্যামেরার সামনে দাঁড়াব। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর বাবা-মা আমার ইচ্ছের কথা জানতে পেরেছিলেন। প্রথমে সংশয়ে ছিলেন। পরে আমার উৎসাহ দেখে আর আপত্তি করেননি’, আয়ানের কণ্ঠে তৃপ্তি। 
২০১৮ সালে অভিনয় ও পরিচালনার প্রযুক্তিগত নানা অধ্যায় আয়ত্ত করতে মুম্বই গিয়েছিলেন আয়ান। ‘ওখানে অক্ষয় কুমারের সঙ্গে একটা অ্যাড শুট আমার জীবনের চমকপ্রদ মোড় বলা যেতে পারে। দুর্ভাগ্যবশত সেই বিজ্ঞাপন আর রিলিজ হয়নি’, আক্ষেপ আয়ানের। কলকাতায় ফেরেন ২০২১-এ। প্রথম সুযোগ ধারাবাহিক ‘গ্রামের রানি বীণাপাণি’। আর চলতি ধারাবাহিকে প্রথমবার আয়ান রয়েছেন হিরোর ভূমিকায়। তাঁর কথায়, ‘এখানে একটা চরিত্রে একইসঙ্গে অনেকগুলো চরিত্র ঢুকে রয়েছে। খুব চ্যালেঞ্জিং।’
আজও তাড়াতাড়ি শ্যুটিং শেষ হলে সোজা ময়দানে পৌঁছে যান আয়ান। অবসরে ক্রিকেটে ডুবে থাকতে ভালোবাসেন। হেসে বললেন, ‘আসলে অভিনয়টা আমার ভালোবাসা, খেলাটা প্যাশন।’
প্রিয়ব্রত দত্ত
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা