বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

লক্ষ্মী মেয়ে

লক্ষ্মীপুজোর আয়োজন কেমন চলছে? লিখছেন দুই অভিনেত্রী পায়েল দে এবং অপরাজিতা আঢ্য।

মামারবাড়ির লক্ষ্মীপুজোয় আনন্দ করতাম
লক্ষ্মীপুজো মানেই আমার মনে পড়ে ছোটবেলার মামারবাড়ির দিনগুলো। হাওড়ার শিবপুরে ছিল আমার মামারবাড়ি। দিদা যতদিন বেঁচেছিলেন ততদিন ধুমধাম করে মামারবাড়িতে লক্ষ্মীপুজো হতো। সবটাই দিদা, বড়মামি, ছোটমামি আয়োজন করতেন। দিদা চলে যাওয়ার পর বিষয়টা ভাগাভাগি হয়ে গিয়েছে। ছোটবেলায় দারুণ আনন্দ করেছি মামারবাড়িতে। আমার বাড়িতে কোনও পুজো হতে দেখিনি। মামারবাড়িতে বড় করে পুজো হতো। আত্মীয়, প্রতিবেশী সবটা মিলিয়ে এলাহি আয়োজন। উৎসবের মতো মনে হতো। বিয়ের পর শ্বশুরবাড়িতেও পুজো দেখিনি। প্রতি বছরই পুজোর সময় আমরা বেড়াতে যাই। লক্ষ্মীপুজো পার করে ফিরি। এবছর প্রথম কলকাতায় পুজো কাটালাম। আমার ছেলে খুব মিশুকে। ও প্রথমবার পুজোয় কলকাতায় থাকল। প্রতিদিন ঠাকুর দেখেছে। লক্ষ্মীপুজোতেও কারও না কারও বাড়িতে ঠিক ঢুকে যাবে। কার কার বাড়ি যাবে, কোথায় কী খাবে, সবটা ওর আগে থেকে ঠিক করা থাকে। শ্যুটিংয়ে লক্ষ্মীপুজো করেছি অনেক। কিন্তু বাড়িতে কখনও করিনি। মাঝে মাঝে নিজেকে লক্ষ্মী মেয়ে মনে হলেও, আসলে আমি একটু চঞ্চল, দুষ্টুও।

লাল পাড় সাদা শাড়িতে সাজবে লক্ষ্মী ঠাকুর 
প্রতি বছর মা লক্ষ্মীকে আমি নিজের হাতে সাজাই। এবার আমাদের লক্ষ্মীঠাকুর লাল পাড় সাদা শাড়িতে সাজবে। ইসকনে আমার এক বোন রয়েছে। গত বছর থেকে ও লক্ষ্মীর শাড়ি, গয়না পাঠাচ্ছে। ওকে আমি বারণও করতে পারি না। কারণ ওর গোপাল আছে। ওর ধারণা এই উপহার গোপালই পাঠায়। বাকিটা মায়ের মুডের উপর নির্ভর করবে। মা যদি সাজতে না চান, তাহলে কনসেপ্ট বদলাতে হবে। প্রতি বছরের মতো এবারও মায়ের জন্য খিচুড়ি ভোগ হচ্ছে। ভোগ বরাবরই আমার শাশুড়ি মা রান্না করেন। নাড়ু, মোয়াও থাকবে। তবে এবারের আয়োজন সব দিক থেকেই অন্যরকম। কাউকে নিমন্ত্রণ করিনি আমরা। গত দু’মাস ধরে শহরের যা অবস্থা, কারও মন ভালো নেই। আগে আমরা একটা নিষ্পত্তিতে আসি। আমাদের মন ভালো হোক। কোভিডের সময়ও আমার বাড়িতে কোনওরকমে লক্ষ্মীপুজো হয়েছিল। তার পরের বছর আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। সেবছর ঠাকুর মশাই আসেননি। এটাও একটা অদ্ভুত বছর। পুজোটাও মনমরা হয়েই কাটল। সেভাবে আনন্দ করতে পারলাম না। আগে সবার মন ভালো হোক। আনন্দের সুযোগ তো ঈশ্বর দেবেনই। আমি কিন্তু একেবারেই লক্ষ্মী মেয়ে নই। আমি মা চণ্ডী। আমার উপর সব সময় মা কালী আর মা দুর্গা ভর করে। মুখ বুজে কিছু সহ্য করি না। যাকে খুব ভালোবাসি, তারও অন্যায় আবদার মানতে পারব না।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা