বিদেশ

নিজ্জর খুনে সম্ভবত দায়ী ভারত! ক্ষোভ উগরে দিয়ে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের পথেই হাঁটলেন কানাডার প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও ওটাওয়া ১৫ অক্টোবর: ভারতের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সংঘাতের পথেই হাঁটলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনার সঙ্গে সম্ভবত ভারতের যোগ রয়েছে বলেই দাবি তাঁর। যদিও সেই বক্তব্যের সপক্ষে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেননি তিনি। শুধুমাত্র কানাডার তদন্তকারী সংস্থার দাবিকে সামনে রেখেই ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ট্রুডো। গতকাল, সোমবার কানাডার তদন্তকারী সংস্থা জানায়, ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু তাঁর কূটনৈতিক রক্ষাকবচ থাকায় গ্রেপ্তার করা যায়নি। এমনটাই দাবি জানায় কানাডার তদন্তকারী সংস্থা। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলেই জানিয়ে দেয় নয়াদিল্লি। কেন্দ্রের বিবৃতিতে জাস্টিন ট্রুডো সরকারের পদক্ষেপকে ‘ভিত্তিহীন দোষারোপ’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অযৌক্তিক’ বলে আখ্যা দেওয়া হয়। সেইসঙ্গে কঠোর পদক্ষেপও নিয়েছে ভারত। কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সহ একাধিক কূটনীতিককে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল, সোমবার নয়াদিল্লি বলেছে, ‘ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বর্তমান কানাডা সরকার। তাই হাই কমিশনার সহ বাকিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সেইসঙ্গে ভারতে নিযুক্ত কানাডার কার্যনির্বাহী হাই কমিশার স্টুয়ার্ট উইলমার-সহ সেই দেশের ছয় কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে। তাঁদের শনিবারের মধ্যে ভারত ছাড়তেও বলা হয়েছে। এর আগে এদিন উইলমারকে তলবও করেছিল বিদেশ মন্ত্রক। তারপরেই কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংঘাত আরও চরমে উঠেছে। জাস্টিন ট্রুডো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা চেয়েছিলাম ভার‍ত পুরো বিষয়টি মেনে নিক এবং আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুক। সেই জন্যই তদন্তের প্রত্যেকটি পর্যায়ে আমরা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের তরফে কোনও সহযোগিতা মেলেনি। গত বছর সংসদে দাঁড়িয়ে আমি যা ভাষণ দিয়েছি তারপর থেকে ভারত কেবলই গোটা বিষয়টি অস্বীকার করেছে। আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। প্রশ্ন তুলেছে কানাডার সরকার নিয়েও।’ পাশাপাশি নিজ্জরকে খুনের জন্য ভারতকেই দায়ী করেছেন তিনি। ২০২৩ সালের ১৮ জুন কানাডায় আততায়ীদের গুলিতে খুন হন খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। শুরু থেকেই এই হত্যাকাণ্ডের জন্য ভারতের দিকে আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা