দেশ

৬ বছর পর মুখ্যমন্ত্রী পেল জম্মু ও কাশ্মীর, শপথ নিলেন ওমর আবদুল্লা

শ্রীনগর, ১৬ অক্টোবর: প্রায় ৬ বছর পর মুখ্যমন্ত্রী পেল জম্মু ও কাশ্মীর। আজ, বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লা। এদিন আবদুল্লা ছাড়াও শপথ নেন মন্ত্রী পরিষদের পাঁচ সদস্যও। এদিন শ্রীনগরের শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে। ৯০টি আসনের মধ্যে ৪২টিতে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স, ৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। জোটে সংখ্যাগরিষ্ঠতা পার করার ফলে তারাই সরকার গড়ছে। আজ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে প্রথমে শপথ নেন ওমর। এর ফলে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লা। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনিই উপত্যকার মুখ্যমন্ত্রী ছিলেন। এদিন আবদুল্লার পর শপথ নেন মন্ত্রিসভার পাঁচ সদস্য- সাকিনা ইটো, জাভিদ দার, সুরেন্দ্র চৌধুরি এবং জাভিদ রাণা। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরেন্দ্র চৌধুরি। এনারা সকলেই এনসি দলের জয়ী প্রার্থী। এছাড়াও সতীশ শর্মা নামে আরও একজন শপথ নিয়েছেন। তিনি এবারের ভোটে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন। আজ, বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদোধরা। এছাড়াও সপা প্রধান অখিলেশ যাদব, এনসিপির সুপ্রিয়া সুলে, সিপিআই নেতা ডি রাজা এবং আপ-এর পক্ষ থেকে সঞ্জয় সিং যোগ দিয়েছিলেন এই শপথগ্রহণ অনুষ্ঠানে।
আজ সকালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ওমর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের অনেক কিছু করতে হবে। জনগণের মনে আস্থা আনতে হবে, বোঝাতে হবে যে এটা তাঁদেরই সরকার। তাঁদেরই কথা শোনা হবে। গত ৫-৬ বছর ধরে তাঁদের কথা শোনাই হয়নি। এবার সেই কাজ করা আমাদের দায়িত্ব। তবে ভোটে ন্যাশনাল কনফারেন্স বা এনসি-র সঙ্গে জোট করে লড়লেও আপাতত সরকারে থাকছে না কংগ্রেস। জল্পনা ছিল, ওমরের মন্ত্রিসভায় থাকতে পারেন কংগ্রেসের সদস্যরাও। তবে শেষ পর্যন্ত দেখা গেল, কংগ্রেসের পক্ষ থেকে কোনও মন্ত্রীকেই বাছা হয়নি। তারা বাইরে থেকেই সমর্থন দেবে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই ওমর আবদুল্লাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ওমর আবদুল্লাজিকে অভিনন্দন। তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জম্মু ও কাশ্মীরের উন্নতিতে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে এবং তাঁর দলের সঙ্গে একযোগে কাজ করবে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা