দেশ

দীর্ঘকালীন গড়ের অধিক বৃষ্টি দিয়ে দেশ থেকে বিদায় বর্ষার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারা দেশ থেকেই বর্ষা বিদায় নিল গতকাল মঙ্গলবার। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরো দেশের উপর থেকে সরে গিয়েছে। গত রবিবার পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছিল। এবার বর্ষার আগমন দেশে স্বাভাবিক সময়ের কয়েকদিন আগে হয়েছিল। বর্ষার বিদায়ও স্বাভাবিক সময়ে হল। এদিকে যথারীতি দক্ষিণ ভারতের একাংশে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় হয়ে পড়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ-সহ দক্ষিণ ভারতের একটা বড় অংশে ডিসেম্বরের গোড়ার দিক পর্যন্ত উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দ্বিতীয় পর্যায়ের বর্ষাকাল শুরু হয়। সেটাই এবার শুরু হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পণ্ডিচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া সাধারণত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়। রাজস্থান-গুজরাত থেকে এই প্রক্রিয়া শুরু হয়। এবার বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে দেরি হয় সাতদিনের মতো। দেশের একটা বড় অংশ থেকে অক্টোবর মাসে বর্ষার বিদায় নিলেও বর্ষাকালীন বৃষ্টির হিসেব জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারমাস ধরে করা হয়। এবার সার্বিকভাবে দেশে দীর্ঘকালীন গড়ের থেকে বেশি (১০৮ শতাংশ) বৃষ্টি হয়েছে। গড় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৩৪.৮ মিমি। দেশের চারটি অঞ্চলের মধ্যে পূর্ব এবং উত্তর-পূর্ব অংশে দীর্ঘকালীন গড়ের থেকে কম বৃষ্টিপাত (৮৪ শতাংশ) হয়েছে। কিন্তু দেশের এই অংশে গড় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি। তাই পরিমাণের নিরিখে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ১১৭৮ মিমি। সেখানে বর্ষার চারমাসে মধ্য ভারতে ১১৬৮ মিমি, উত্তর-পশ্চিমে ৬২৮.৬ মিমি এবং দক্ষিণ ভারতে ৮১৫.৪ মিমি বৃষ্টি হয়েছে। গোটা দেশের নিরিখে সবচেয়ে বেশি (৩০৫.৮ মিমি) বৃষ্টি হয়েছে জুলাই মাসে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা