বিদেশ

হিমবাহে মিলল ১০০ বছর আগের ম্যালরির সহযাত্রীর মোজা ও জুতো, প্রথম এভারেস্ট জয়ী কে? ফের উস্কে উঠল বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্বতারোহণের ইতিহাসে সর্বাধিক চর্চিত এবং দীর্ঘ ১০০ বছর ধরে অমীমাংসিত এক রহস্য ফের মাথাচাড়া দিয়ে উঠল। সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে, যা সেই রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। ঠিক কী ঘটেছে? চিত্রগ্রাহক ও তথ্যচিত্র নির্মাতা জিমি চিনের নেতৃত্বে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি টিম গত সেপ্টেম্বরে মাউন্ট এভারেস্টের নর্থ ফেসে সেন্ট্রাল রংবুক হিমবাহ অঞ্চলে বরফের মধ্যে আচমকা একটি মোজা সহ বুটজুতো দেখতে পান। শুধু তাই নয়, সেই মোজার মধ্যে মেলে মানুষের পায়ের পাতার অংশ। এ ধরনের ঘটনা এভারেস্ট আরোহণের যাত্রাপথে খুব অস্বাভাবিক নয়। কারণ, এসব অঞ্চলে কোনও পর্বতারোহীর মৃত্যু হলে এবং সেই দেহ নামিয়ে আনা সম্ভব না হলে যুগ যুগ ধরে তা বরফের মধ্যে কার্যত অবিকৃত অবস্থায় পড়ে থাকে। কিন্তু এক্ষেত্রে জিমি চিন ও তাঁর দলের সদস্যরা চমকে ওঠেন মোজায় এমব্রয়ডারি করে লেখা একটি নাম দেখে। নামটি হল এ সি আরভিন। কে এই আরভিন? ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু তারও প্রায় ২৯ বছর আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ে অভিযান চালিয়েছিলেন জর্জ ম্যালোরি ও এ সি আরভিন। তাঁরা এভারেস্ট জয় করতে সফল হয়েছিলেন কি না, আজও জানা যায়নি। কারণ, তাঁদের সঙ্গে থাকা ক্যামেরা পাওয়া যায়নি। ফলে শৃঙ্গে আরোহণের সময় তাঁদের মৃত্যু হয়েছিল, নাকি নেমে আসার সময় দুর্ঘটনা ঘটে, তা স্পষ্ট নয়। এনিয়ে মত, পাল্টা মতের বন্যা বয়ে যায়। লেখা হয় একাধিক উপন্যাস, তথ্যমূলক বই। কিন্তু মূল বিতর্ক আজও অমীমাংসিত। এই প্রেক্ষাপটে এ সি আরভিনের নাম লেখা মোজা, জুতো ও দেহাবশেষ সেই বিতর্ককে উস্কে দিল। আরভিনের পরিবারের বর্তমান সদস্যা জুলি সামার্স জানিয়েছেন, মোজার মধ্যে পাওয়া পায়ের পাতার অংশ আরভিনের কি না, তা নিশ্চিত করতে তাঁরা ডিএনএ নমুনা দেবেন যাচাইয়ের জন্য। 
প্রসঙ্গত, ১৯৯৯ সালে বরফের স্তর থেকে ম্যালোরির দেহাবশেষ উদ্ধার হলেও তাঁর সহযাত্রী আরভিনের কোনও চিহ্ন পাওয়া যায়নি এতদিন। ম্যালোরির দেহাবশেষ থেকে এ সংক্রান্ত একাধিক বিতর্কের অবসান হয়েছে। কিন্তু তাঁরা এভারেস্ট জয় করতে পেরেছিলেন কি না, জানা যায়নি। এর নিশ্চিত প্রমাণ একমাত্র মিলতে পারে তাঁদের সঙ্গে থাকা একটি ‘কোডাক ভেস্ট পকেট ক্যামেরা’ যদি অক্ষত অবস্থায় পাওয়া যায় এবং সেটির ফিল্ম ‘ডেভেলপ’ সম্ভব হয়। সেই ক্যামেরা আরভিনের কাছেই ছিল। ফলে এই আবিষ্কারের পর মাপজোক করে দেখা হচ্ছে, কোথায় থাকতে পারে আরভিনের দেহ। সেখানেই মিলতে পারে ক্যামেরা। মাউন্ট এভারেস্ট জয়ী বিশিষ্ট পর্বতারোহী দেবরাজ দত্ত বলেন, ‘মূল রহস্যের সমাধানের ক্ষেত্রে এই  আবিষ্কার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আরভিনের দেহ এবং ক্যামেরাটি পাওয়া গেলে যাবতীয় রহস্যের যবনিকা পতন হবে।’ 
ছবি সৌজন্যে: ন্যাট জিও
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা