বিদেশ

পেজার হামলা: মোসাদের পরিকল্পনা আঁচ করতে পারেনি প্রস্তুতকারী সংস্থাও

নয়াদিল্লি: ইজরায়েলের হাইটেক হামলা বড়সড় আঘাত হেনেছে হিজবুল্লাকে। হাতে বা পকেটে থাকা পেজারগুলো যে আসলে তাজা বোমা, তা ক্ষুণাক্ষরেও টের পায়নি তারা। লেবাননে প্রথমে পেজার ও পরে ওয়াকিটকি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। কিন্তু, কীভাবে গোটা পরিকল্পনা করেছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ? এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, পেজারগুলি ছিল অ্যাপেলো সংস্থার। যেকোনও পরিবেশ-পরিস্থিতির জন্য এই বিস্ফোরক ডিভাইসগুলি তৈরি হয়েছিল। এমনকী প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও এগুলি ব্যবহার করা যেত। ওয়াটারপ্রুফ এই পেজারগুলিতে ছিল বড় মাপের ব্যাটারি। যাতে দীর্ঘদিন চার্জ না দিয়েও দিব্যি কাজ চালানো যেত। আর আলাদা করে কোনও ট্র্যাকিং ডিভাইস না থাকায় ইজরায়েলের নজর এড়াতে এগুলিকেই যোগাযোগের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল হিজবুল্লা। শুধু তাই নয়, আর একটি কারণেও অ্যাপেলোর ওই পেজারে আস্থা ছিল তাদের। তা হল, ইজরায়েল বা তাদের কোনও বন্ধুদেশ এই ডিভাইস তৈরি করে না। প্রত্যক্ষ-পরোক্ষভাবেও যুক্ত নয়। তাই নিশ্চিন্তে তাইওয়ানের সংস্থার তৈরি ওই পেজার বেছে নিয়েছিল হিজবুল্লা। রিপোর্টে প্রকাশ, ইজরায়েলের পরিকল্পনা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না প্রস্তুতকারী সংস্থারও। ‘সর্ষের মধ্যেই যে ভূত’ রয়েছে, তার আঁচই পায়নি কেউ। ২০২২ সালেই এই পেজার-বিস্ফোরক তৈরির পরিকল্পনা করেছিল তেল আভিভ। গত বছর ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলার আগে সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। এব্যাপারে হিজবুল্লা, অ্যাপেলো তো দূর, ইজরায়েল মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্যরাও কিছুই জানতে পারেননি। গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোয়ন্দা বিভাগের পরামর্শদাতাদের ডেকে পাঠান। তারপরেই সর্বোচ্চ স্তরে এব্যাপারে জানাজানি হয়।  রিপোর্ট অনুযায়ী, হিজবুল্লার এই ভরসার যোগাযোগের মাধ্যমটিকেই হাতিয়ার করে ইজরায়েল। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা