খেলা

টি-২০ সিরিজও জিতে নিল ভারত

নয়াদিল্লি: টেস্টের পর টি-২০ সিরিজেও বাংলাদেশকে দুরমুশ করল ভারত।  গোয়ালিয়রে প্রথম ম্যাচে সূর্যকুমাররা জিতেছিলেন ৭ উইকেটে।  বুধবার ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় এল ৮৬ রানে। টিম ইন্ডিয়ার ছুড়ে দেওয়া ২২২-এর টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রানেই থামল টাইগার ব্রিগেডের দৌড়। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিল মেন ইন ব্লু। শনিবার হায়দরাবাদে তৃতীয় ম্যাচ পর্যবসিত হল নিয়মরক্ষায়।
ম্যাচের নায়ক নীতীশ রেড্ডি। তিনি বুঝিয়ে দিলেন আইপিএল শুধু অর্থ উপাজর্নের মঞ্চ নয়। এই টুর্নামেন্ট বহু নতুন তারকার সন্ধান দেয়। কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচেই সাড়া ফেললেন ২১ বছ বয়সি অন্ধপ্রদেশের পেস অলরাউন্ডারটি। শুরুতে পর পর উইকেট পতনের পর নিশ্চিতভাবেই চাপে পড়ে যাওয়ার কথা। প্রথম ১৩ রান তুলতে লেগে যায় ১৩টি বল। তাঁর মন্থর ব্যাটিং দেখে অনেকেই হয়তো তখন হা হুতাশ করছিলেন। কিন্তু একটা ফ্রি হিট মুহূর্তে বদলে দিল সব কিছু। তারপর নীতীশের ব্যাটে শুরু সুইচ হিট। চার-ছক্কার বন্যা বইয়ে ২৭ বলে হাঁকালেন কেরিয়ারের প্রথম টি-২০ হাফ-সেঞ্চুরি। সঙ্গী রিঙ্কু সিংও মারকাটারি ব্যাটিংয়ে সাহস জোগালেন। তিনিও পেলেন অর্ধশতরানের স্বাদ। নীতীশ-রিঙ্কুর জুটিতে চতুর্থ উইকেটে ৪৯ বলে ওঠে ১০৮ রান। প্রথমে ব্যাট করে ভারত শেষ পর্যন্ত ৯ উইকেটে তোলে ২২১ রান।
টেস্ট সিরিজে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার রাজধানীর ক্রিকেটপ্রেমীরা গ্যালারিতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই ভিড় জমিয়েছিলেন। এমনিতেই দেশ জুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম। তা আরও রঙিন হল নীতীশ, রিঙ্কুদের ধুন্ধুমার ব্যাটিংয়ে। তবে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। পাওয়ার প্লে’তেই তিন উইকেট পতন। ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন ১০ রানে তাসকিনের বলে কট বিহাইন্ড হন। ব্যর্থ আর এক ওপেনার অভিষেক শর্মাও। তিনি ১৫ রানে বোল্ড হন তানজিমের বলে। ৮ রানে সূর্যকে ডাগ-আউটে ফিরিয়ে ভারতকে আরও বিপাকে ফেলেন মুস্তাফিজুর রহমান। একটা সময় টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৪১। কোচ গৌতম গম্ভীরের কপালের ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে দলের পরিত্রাতা হয়ে উঠলেন নীতীশ। এদিন তাঁর ৩৪ বলে ঝোড়ো ৭৪ রানের ইনিংস অনেক স্বপ্ন জাগিয়ে দিল। ভারতীয় দলের একজন দক্ষ পেস অলরাউন্ডারের অভাব বহুদিনের। হার্দিক পান্ডিয়া আশা জাগিয়েছিলেন। তবে তিনি ভীষণই চোটপ্রবণ। সেদিক থেকে নীতীশ যথেষ্ট সম্ভাবনাময়। নতুন বল ভালোই সামলাতে পারেন। কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার ক্ষমতাও রয়েছে। তাঁর ইনিংস সাজানো চারটি চার ও সাতটি ছক্কায়। শেষ পর্যন্ত মুস্তাফিজুরের বলে আউট হন নীতীশ। তাঁর দেখানো পথেই ২৫ বলে অর্ধশতরান পূরণ করেন রিঙ্কু। তিনি আউট হন ৫৩ রানে। শেষ দিকে তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে পর পর উইকেট হারায় ভারত। হার্দিক ১৯ বলে করেন ৩২। রিয়ানের পরাগের সংগ্রহ ৬ বলে ১৫।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। একে একে ফেরেন পারভেজ (১৬), লিটন দাস (১৪), নাজমুল হোসেন শান্ত (১১)। চাপের মুখে মাহমুদুল্লাহ কিছুটা লড়েন। তিনি ৪১ রানে আউট হওয়ার পর ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। বল হাতে নজর কাড়লেন বরুণ চক্রবর্তী (২-১৯) ও নীতীশ (২-২৩)।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা