খেলা

শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারিকে সমীহ শেফালি-রেণুকাদের

দুবাই: পাকিস্তান বধের পর ভারতের সামনে এবার শ্রীলঙ্কা। মহিলাদের টি-২০ বিশ্বকাপে বুধবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছেন হরমনপ্রীত কাউররা। এই ম্যাচে শুধু জিতলেই চলবে না, দরকার বড় জয়ের। কারণ নেট রান রেটও বাড়িয়ে রাখতে হবে। ১৩ অক্টোবর গ্রুপ এ’র শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে পেরতে হবে শ্রীলঙ্কার কাঁটা। দু’দলের শেষ সাক্ষাতের ফল মোটেই আশাবাদী করছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
গত জুলাইয়ে ডাম্বুলায় এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা হারিয়েছিল ভারতকে। সেই পরাজয় এখনও স্মৃতিতে টাটকা শেফালি ভার্মাদের। ভারতের ডান হাতি ওপেনার সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘একটা সময় ছিল যখন শ্রীলঙ্কাকে একাই টানত ওদের ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। ওই বেশিরভাগ সময় রান করত, আবার উইকেটও নিত। তবে এশিয়া কাপে দেখলাম, ওদের পুরো টিম সেরাটা উজাড় করে দিচ্ছে। ওরা অনেক উন্নতি করেছে। তার জন্যই এশিয়া কাপ জিতেছে। দলের প্রধান ক্রিকেটার হওয়ার চাপ ভুলে চামারিও ধারাবাহিক পারফরম্যান্স মেলে ধরছে। সেটাই বাকিদের অনুপ্রেরণা জোগাচ্ছে।’ পেসার রেণুকা সিং ঠাকুর অবশ্য চামারিকে ফেরানোর রণকৌশল তৈরি রাখছেন। তাঁর মতে, ‘চামারি দুর্দান্ত ক্রিকেটার, যে বিপক্ষকে একাই চাপে ফেলার ক্ষমতা ধরে। চেষ্টা করব, যত দ্রুত সম্ভব ওকে ফেরানোর। কারণ ও যদি একবার ক্রিজে জমে যায়, তাহলে ম্যাচ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে তাই চামারিকে ফেরানোর স্ট্র্যাটেজি তৈরি রাখতে হচ্ছে।’
শেফালির সঙ্গী ওপেনার স্মৃতি মান্ধানাকে আবার চিন্তায় রাখছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। এমন ধরনের বড় আসরে অজিদের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। মান্ধানা বলেছেন, ‘একজন পেশাদার ক্রিকেটারের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তার উপর বিশ্বকাপ বলে কথা, যেখানে প্রতিটা ম্যাচেই ১০০ শতাংশ নিংড়ে দিতে হয়। শ্রীলঙ্কা ভালো দল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ভুল করা চলবে না। ওদের হারাতে হলে সেরাটা দেওয়া জরুরি।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা