খেলা

অনৈতিক সিদ্ধান্তে আইএফএ শিল্ড বয়কট করতে চলেছে মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের সুপার সিক্সের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। কিন্তু ওই ম্যাচে ভূমিপুত্র খেলানোর নিয়ম ভাঙে সাদা-কালো ব্রিগেড। অর্থাৎ, নব্বই মিনিট মাঠে চারজন ভূমিপুত্র রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি। পরবর্তীতে আইএফএ’র কাছে অভিযোগ জানায় ইস্ট বেঙ্গল। মঙ্গলবার শৃঙ্খলাররক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ম্যাচের পুরো তিন পয়েন্ট পেল ইস্ট বেঙ্গল। এর ফলে ঘরোয়া লিগ জয়ের দৌড়ে আরও সুবিধাজনক জায়গায় বিনো জর্জের দল (৪৩ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ডহারবার এফসি’র (৩৯) চেয়ে চার পয়েন্টে এগিয়ে ইস্ট বেঙ্গল। একাদশীর দিন বারাকপুরে লাল-হলুদ ব্রিগেডের মুখোমুখি হবে ডায়মন্ডহারবার। সেদিন ড্র করলেই ঘরোয়া লিগের শিরোপা নিশ্চিত বিষ্ণুদের। অন্যদিকে, কিভুর দল জিতলে তাকিয়ে থাকতে হবে ইস্ট বেঙ্গল-ভবানীপুর ম্যাচের দিকে।
আইএফএর সিদ্ধান্তে তোলপাড় ময়দান। পক্ষপাতমূলক আচরণের অভিযোগে আইএফএ শিল্ড বয়কটের সিদ্ধান্ত নিচ্ছে মোহন বাগান। সচিব দেবাশিস দত্তের মন্তব্য, ‘আইএফএ টুর্নামেন্ট করে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করার জন্য। আমরা চিঠি দিচ্ছি। ফুটবলকে শেষ করছে আইএফএ। তীব্র ধিক্কার জানাই।’ ক্ষিপ্ত ডায়মন্ডহারবার কর্তারা জল মাপছেন। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘ঘরোয়া লিগের নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্ক খোঁজা অর্থহীন।’ ইস্ট বেঙ্গল কর্তাদের মুখে কুলুপ। আলোচনায় ভাসছে আইএসএলের উদাহরণ। গতবার মুম্বেই সিটির বিরুদ্ধে নিয়ম ভেঙে একটা সময় পাঁচ বিদেশি মাঠে নামায় জামশেদপুর। ফলে ওই ম্যাচের পুরো পয়েন্ট পায় মুম্বই।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা