বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

অর্কপ্রভর রঙিন জার্নি

পথটা কখনও পিচ্ছিল, কখনও এবড়োখেবড়ো। লক্ষ্যে পৌঁছতে গেলে পথ যে সবসময় মসৃণ গালিচা পেতে অপেক্ষা করে নেই, সেটা সবাই জানে। তাই এই ওঠাপড়াকে কোনওভাবেই ‘স্ট্রাগল’ বলতে রাজি নন অর্কপ্রভ রায়। ‘আমি কোনও দিনই স্ট্রাগল দেখিনি। কারণ আমার কাছে প্রতিটা দিনই শেখার। জুনিয়র আর্টিস্ট হিসেবে যখন কাজ করতাম, পারিশ্রমিকও পেতাম না। কিন্তু তাতেও দুঃখ হয়নি। প্রতিটি সিঁড়ি পেরতেই হবে। এই প্রতিটি স্টেপকে যদি স্ট্রাগল বলতে থাকি, তাহলে কোথাও গিয়ে থেমে যাব। ফলে স্ট্রাগলের ন্যাকামি আমার দ্বারা হয় না, হবেও না’, অকপট উচ্চারণে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন অভিনেতা। 
স্টার জলসার ধারাবাহিক ‘দুই শালিক’-এ অভিনেতা একেবারে অ্যাংরি ইয়াং ম্যানের মুখোশে রয়েছেন। চরিত্রের নাম দেবা। রাগী, প্রতিবাদী চরিত্র। এমন একজন ‘হিরো’র কাছে স্ট্রাগলের প্রকৃত রূপ কী? অর্কপ্রভর উত্তর, ‘যে মানুষটি মরুভূমিতে হেঁটে চলেছে। জল নেই। সেখান থেকে বেঁচে ফেরাটা স্ট্রাগল বলতে পারি।’ নিজের এই জার্নিকে ‘রঙিন’ বলতেই বেশি স্বচ্ছন্দ অর্কপ্রভ। কীরকম? অভিনেতার বর্ণনায়, ‘প্রথমে জুনিয়র আর্টিস্ট, তারপর পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি। মনে হয়েছিল ফোটোগ্রাফি শিখব। স্ট্রিট ফোটোগ্রাফি এখনও ভালো লাগে। সম্পাদনাও শিখেছি। মনে হয়েছে আমি পরিচালনা করব। তার জন্য দিল্লি, মুম্বই ছুটে গিয়েছি। এই এতগুলো রং আমি ইতিমধ্যেই জীবনে দেখে নিয়েছি।’ 
আপাতত ধারাবাহিকের চরিত্র ‘দেবা’য় ডুবে আছেন অর্কপ্রভ। বাস্তবকে মেনে নিয়ে ভালোর দিকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তর।
প্রিয়ব্রত দত্ত
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা