বিদেশ

প্রোটিন নিয়ে গবেষণার স্বীকৃতি, রসায়নে নোবেল তিন বিজ্ঞানীকে

স্টকহোম: ছোটখাটো আঘাত বা বড় কোনও দুর্ঘটনা। অঙ্গপ্রতঙ্গে ক্ষত এক স্বাভাবিক ঘটনা। পেশি এবং হাড়ের সেই ক্ষত মেরামত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে প্রোটিন। সেই প্রোটিন নিয়ে গবেষণাকে স্বীকৃতি দিয়ে এবার তিন বিজ্ঞানীকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল নোবেল কমিটি। এবারের নোবেল প্রাপকরা হলেন ডেভিড বাকের, ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার। নোবেল কমিটি জানিয়েছে, ‘নতুন ধরনের প্রোটিন’ তৈরি নিয়ে গবেষণার জন্য মার্কিন বিজ্ঞানী বাকেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আর প্রোটিনের গঠন কেমন হয়, তা নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী হাসাবিস এবং মার্কিন বিজ্ঞানী জাম্পারকে। হাসাবিস গুগলের লন্ডন শাখার ডিপমাইন্ড প্রকল্পের সিইও। আর গুগলের ‘ডিপ মাইন্ড এআই’ প্রকল্পের সঙ্গে যুক্ত জাম্পার। পুরস্কার বাবদ অর্থমূল্যের অর্ধেক পাবেন বাকের। বাকি অর্ধেক ভাগ করে দেওয়া হবে হাসাবিস এবং জাম্পারকে। 
মাছ, মাংসের মতো আমিষ খাবারে থাকে প্রোটিন। এই প্রোটিন আবার গঠিত হয় অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে। বিজ্ঞানের পরিভাষায় প্রোটিন হল অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল। ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলের ধরনের উপর নির্ভর করে প্রোটিনের চরিত্র এবং কার্যকারিতা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাকের সেই ২০০৩ সালে অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলে রদবদল ঘটিয়ে নতুন ধরনের প্রোটিন তৈরি করেন। এই প্রোটিনের চরিত্র অন্যগুলির থেকে অনেকটাই আলাদা। অন্যদিকে, ২০২০ সালে হাসাবিস এবং জাম্পার আলফাফোল্ড২ নামের একটি এএই মডেল তৈরি করেন। গবেষকরা ২০ কোটি প্রোটিনকে চিহ্নিত করেছেন। গুগলের ডিপমাইন্ড প্রকল্পে তৈরি আলফাফোল্ড২ এআই মডেল এই প্রোটিনগুলির গঠন ভার্চুয়ালি আঁচ করতে সক্ষম।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা