খেলা

নাম প্রত্যাহার ডায়মন্ডহারবার এফসি’র, ৭ বছর পর ঘরোয়া লিগ জয়ের হাতছানি ইস্ট বেঙ্গলের সামনে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগ নিয়ে তীব্র ডামাডোল। দু’টি ম্যাচ বাকি থাকতেই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিল ডায়মন্ডহারবার এফসি। ফলে সাত বছর পর ইস্ট বেঙ্গলের লিগ জয় স্রেফ ঘোষণার অপেক্ষা। উল্লেখ্য, খেতাবি লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেডের প্রতিদ্বন্দ্বী ছিল ডায়মন্ডহারবার এফসি। সূচি অনুযায়ী, একাদশীর দুপুরে বারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ডহারবার ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মহাষষ্ঠীর সন্ধ্যায় নাটকীয়ভাবে আইএফকে ই-মেল করে দল প্রত্যাহারের সিদ্ধান্ত জানান ডায়মন্ড কর্তারা। এই প্রসঙ্গে বঙ্গ ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘পুজোর ছুটির কারণে আইএফএ অফিস বন্ধ। সংশ্লিষ্ট কমিটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে।’ 
লিগ দারুণভাবে শুরু করলেও শেষ ল্যাপে পরের পর সমস্যায় জর্জরিত আইএফএ। সুপার সিক্সে ইস্ট বেঙ্গল বনাম মহমেডান ম্যাচ ২-২ গোলে ড্র হয়। সাদা-কালো ব্রিগেড ভূমিপুত্র খেলানোয় নিয়ম না মানায় পুরো পয়েন্ট পায় বিনো জর্জের দল। ফলে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মশালবাহিনী। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে চার পয়েন্টে পিছিয়ে ডায়মন্ড। আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের পর আগুনে ঘি পড়ে। বঙ্গ ফুটবল সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মোহন বাগান সচিব। শুধু তাই নয়, অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আইএফএ শিল্ড বয়কট করছে মোহন বাগান। চড়া সুর ডায়মন্ডহারবারেরও। ক্লাবের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘আইএফএর বিমাতৃসুলভ আচরণ মানা যায় না। আগামী মরশুমে লিগে দল নামানোর আগে ভাবতে হবে।’ চলতি মরশুমে আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ডহারবার। দুরন্ত ছন্দে কিভু ব্রিগেড। ইস্ট বেঙ্গলকে হারাতে পারলে দ্বিমুকুটের স্বাদ পেত তারা। কিন্তু দল তুলে নেওয়ায় উপভোগ্য ফুটবল ম্যাচ থেকে বঞ্চিত হলেন ফুটবলপ্রেমীরা। ২০১৭ সালে শেষবার লিগ জেতে ইস্ট বেঙ্গল। চলতি টুর্নামেন্টে আগাগোড়া প্রাধান্য দেখান সায়ন, আমন, জেসিনরা। কাস্টমস ও মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র ছাড়া ডার্বি সহ বাকি সব ম্যাচে পুরো পয়েন্টে ছিনিয়ে নিয়েছে  ইস্ট বেঙ্গল। সেই কৃতিত্ব নিঃসন্দহে গৌরবের।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা