দেশ

জিতেও শঙ্কায় মোদি-শাহ, শুরু ‘অপারেশন লোটাস’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানায় জিতেও শঙ্কায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। তাই তৃতীয় সরকার শপথ গ্রহণের আগেই শুরু হয়ে গেল ‘অপারেশন লোটাস’। সদ্য জয়ী তিন নির্দল বিধায়ককে ফলপ্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই দলে টেনে নিল বিজেপি। হিসার আসনে নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী সাবিত্রী জিন্দাল। হারিয়েছেন বিজেপি প্রার্থীকে। তাঁকেও সমর্থনের আবেদন করেছেন মোদি-শাহরা। সাবিত্রী জিন্দাল রাজিও হয়েছেন।
এখানেই শেষ নয়। বিজেপির এবার লক্ষ্য কংগ্রেসের বিধায়কদলে সিঁদ কাটা। প্রশ্ন উঠছে, জয়ের পরও অন্য দলের ঘরে বিজেপি কেন হানা দিচ্ছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হরিয়ানার ৯০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৪৬ আসন। সেখানে ৪৮টি আসন পেয়েছে বিজেপি। অর্থাৎ গরিষ্ঠতা ঝুলছে সুতোয়। তিনজন বিধায়ক কোনওসময় বিগড়ে গেলেই সরকার হয়ে পড়বে সংখ্যালঘু। এমনকী সরকারের পতন পর্যন্ত ঘটতে পারে। তাই শঙ্কিত বিজেপি নেতৃত্ব। তাছাড়া কংগ্রেস ভোটের লড়াইয়ে পরাস্ত হলেও, খুব পিছিয়ে নেই। রাহুল গান্ধীর দলের দখলে ৩৭টি আসন। অর্থাৎ কংগ্রেস আর ৯ জন বিধায়কের সমর্থন পেলেই সরকার গড়ে ফেলতে পারত। 
এবারের ভোটে আইএনএলডি পেয়েছে একটি আসন। বাকি চারজন নির্দল। সেই চারজনের মধ্যে তিনজনকেই বিজেপি আগেভাগে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। ফলে বিজেপির আগামী সরকারের শক্তির সংখ্যা আপাতত ৫১। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই রাজনৈতিক ম্যানেজারদের নামিয়ে দিয়েছে ‘অপারেশন লোটাস’-এর লক্ষ্যে। ধর্মেন্দ্র প্রধান এবং বিপ্লব দেবের সঙ্গে দেখা করেন সাবিত্রী জিন্দাল। তারপরই সিদ্ধান্ত গ্রহণ করেন বিজেপিকে সমর্থন দেওয়ার। একইভাবে বিধানসভায় শপথ গ্রহণের আগে বিজেপি নেতারা কংগ্রেসের বিধায়কদের সঙ্গেও যোগাযোগ শুরু করে দিয়েছেন। তাতে কংগ্রেস যথেষ্ট আতঙ্কিত। কারণ তাতে দলবদলের প্রবণতা বাড়বে। অন্য রাজ্যের অভিজ্ঞতা থেকেই সেই শঙ্কা বেড়ে চলেছে। পাশাপাশি দলের অন্দরের ঝগড়াও আসছে প্রকাশ্যে।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা