দেশ

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আবদুল্লাই, ঘোষণা ফারুকের

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে বিপুল জয় ইন্ডিয়ার। ভূস্বর্গে সরকার গঠন করতে চলেছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট। মঙ্গলবার ভোট গণনা শেষ না হতেই মুখ্যমন্ত্রীর নামও জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এনসি’র বর্ষীয়ান নেতার ঘোষণা, তাঁর ছেলে ওমর আবদুল্লা হচ্ছেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগেও জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ওমর। এদিন জয়ের খবর আসতেই শ্রীনগরে এনসির দলীয় কার্যালয়ে ভিড় জমান সমর্থকরা। ফারুক এবং ওমরের ছবি নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। সাংবাদিকদের ফারুক বলেন, বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়ে এক দশক পর তাঁদের পক্ষে রায় দিয়েছেন মানুষ। তাঁরা প্রমাণ করেছেন ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করার সিদ্ধান্ত সঠিক ছিল না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা যেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের প্রত্যাশা পূরণ করতে পারি। এখানে আর পুলিস-রাজ চলবে না, সাধারণ মানুষের রাজ হবে। বিনা অপরাধে যাঁরা জেলে রয়েছেন, তাঁদের মুক্তি দেওয়া হবে। এরপরই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আবদুল্লা। এবার দু’টি বিধানসভা আসন থেকে লড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর। বদগাঁও ও গান্ধেরবাল দুই আসনেই জয়ী হয়েছেন তিনি। প্রথমটিতে প্রায় সাড়ে ১৮ হাজার এবং দ্বিতীয় আসনে প্রায় ১০ হাজার ভোটে জয়লাভ করেছেন। প্রত্যাশার থেকে বেশি আসনে জয়ের জন্য ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর। মাত্র চার মাস আগেই লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন ফারুক-পুত্র। ছবি: পিটিআই
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা