দেশ

হরিয়ানায় কংগ্রেস হারতেই রাহুলকে জিলিপি পাঠাল বিজেপি!

কুরুক্ষেত্র, ৯ অক্টোবর: হরিয়ানার ভোটপ্রচারে চর্চায় ছিল জিলিপি। গতকাল মঙ্গলবার ভোটগণনার দিনেও তা বজায় ছিল। কারণ, হরিয়ানায় ভোটপ্রচারে এই মিষ্টান্ন ব্যবসায়ীদের নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করেই এই চর্চার সূচনা। রাহুল বলেছিলেন, ‘কেন্দ্রীয় সরকারের ভুল জিএসটি নীতির জন্য জিলিপি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। তাঁদের ব্যবসা মার খাচ্ছে। কংগ্রেস ক্ষমতায় এলে সেই বিষয়ে ভাববে।’ শুধু তাই নয়, প্রসিদ্ধ গোহানার জিলিপিকে গোটা দেশে যাতে ছড়িয়ে দেওয়া যায়, তারও ব্যবস্থা করবেন তিনি। প্রসঙ্গত, গোহানার জিলিপি হরিয়ানায় সবচেয়ে প্রসিদ্ধ। আর সেই জিলিপির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে হরিয়ানার জনগণের। তাই রাহুল এই আবেগকে সামনে রেখে রাজনীতি করছেন বলেই তোপ দাগেন বিজেপি নেতারা। কটাক্ষের সুরে বিজেপি নেতা রবীশঙ্কর প্রসাদ বলেন, ‘আমিও জিলিপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়। ঠিকমতো নিজের হোমওয়ার্ক করেননি তিনি।’ এরপর থেকেই চর্চা আরও জোরদার হয়। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তা-ঘাটে কিংবা চায়ের ঠেকে সর্বত্রই চর্চায় ছিল জিলিপি। এবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনে জয়লাভের পর সেই মিষ্টান্নই রাহুলকে উপহার স্বরূপ পাঠাল বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, হরিয়ানার বিজেপি নেতৃত্ব দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এক কেজি জিলিপি পাঠিয়েছে। আর সেটা রাহুলকে দিতেই বলেছে তারা। অপ্রত্যাশিতভাবে হরিয়ানায় জিতেছে গেরুয়া শিবির। সেই জয় উদযাপনেই ব্যস্ত তারা। আর রাহুলকে কটাক্ষ করতেই উপহারস্বরূপ জিলিপি পাঠিয়েছে হরিয়ানার বিজেপি নেতারা। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের তরফে একটি বিশেষ পোস্টও করা হয়েছে সেই বিষয়ে।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা