দেশ

বেলা গড়াতেই উধাও সকালের উল্লাস, হরিয়ানায় হারের দায় ইভিএমের উপর চাপাল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানার ভোট প্রচারে গোহানার জাম্বো জিলিপির কথা বলেছিলেন রাহুল গান্ধী। এক্সিট পোল ও অভ্যন্তরীণ সমীক্ষার পর জয় নিশ্চিত বুঝে গোহানা থেকে আনা ৬০ কিলো জাম্বো জিলিপি আনা হয়েছিল। মঙ্গলবার সকালে প্রবণতা হাতবাক্সের দিকে ঝুঁকতেই শুরু হয়ে যায় মুখমিষ্টির হুল্লোড়। কিন্তু বেলা বাড়তেই কংগ্রেস সদর দপ্তর ২৪ আকবর রোডের সেই উল্লাস উধাও। কংগ্রেসের তিন অভ্যন্তরীণ সমীক্ষায় যেখানে ৫১-৫৫ আসন পাচ্ছেই বলে রিপোর্ট এসেছিল, সেখানে মঙ্গলবার ফলাফলে ফের হেরে গেল কংগ্রেস। যদিও দলের এই হার মানছি না বলেই দাবি করা হল। বলা হল, গণতন্ত্র নয়। তন্ত্রের জয় হয়েছে হরিয়ানায়। এই হারের জন্য ইভিএমের ওপরই দোষ চাপাল কংগ্রেস হাইকমান্ড। এর আগে কোনওদিনও ইভিএমের ওপর সরাসরি আরোপ লাগায়নি এআইসিসি। কিন্তু এদিন দলের প্রধান দুই মুখপাত্র জয়রাম রমেশ এবং পবন খেরা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তুললেন প্রশ্ন। 
বললেন, পানিপথ, হিসার এবং মহেন্দ্রগড়, এই তিন জেলার ১২-১৪ টি আসনে ইভিএমে ব্যাপক গোলমাল করা হয়েছে। মেশিনের ব্যাটারি চার্জ দেখিয়েছে ৯৯ শতাংশ। ভোট হয়েছে গত ৫ অক্টোবর। তারপর থেকে ইভিএম স্ট্রংরুমে। তাহলে কী করে ব্যাটারির চার্জ ৯৯ শতাংশ রইল? মেশিন বদলে না দিলে এরকম হয়? কংগ্রেসের দুই মুখপাত্রর মন্তব্য, সিংহভাগ জায়গাতেই মেশিনের ব্যাটারি চার্জ ৬০-৭০ শতাংশ। সেটাই স্বাভাবিক। উল্লেখযোগ্য বিষয় হল, যেখানেই ব্যাটারির চার্জ ৯৯ শতাংশ, সেখানেই হেরেছে কংগ্রেস। তাই বিষয়টি নিয়ে শীঘ্রই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে অভিযোগ জোরদার করা হবে। গতবারের চেয়ে এবার কিন্তু হরিয়ানায় কংগ্রেসের আসন এবং ভোটের হার, দুইই বেড়েছে। গতবার ছিল ৩১ আসন। ২৮.০৮ শতাংশ ভোট। এবার ৩৭। ভোট প্রাপ্তির হার ৩৯.১০ শতাংশ। বিজেপির ৩৯.৯৩ শতাংশ। ফলে পরিবর্তন ছিল দোড়গোড়াতেই। তবুও কেন হার? তার জন্য দলীয় নেতৃত্বের কোনও সিদ্ধান্তে ভুল ছিল কি না, তা খতিয়ে দেখবে কংগ্রেস। তবে কি একা ভূপিন্দর সিং হুডাকে ছেড়ে দেওয়াটাই ভুল? দলিত নেত্রী কুমারী শেলজার বিদ্রোহ বিপাকে ফেলল? জাঠ নয়, এমন ভোটাররা কি মুখ ফেরাল? রাহুল গান্ধী বলার পরেও আম আদমি পার্টির সঙ্গে জোট না করায় কি খেসারত দিতে হল? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে। গোষ্ঠীকোন্দলের জেরে এর আগে জেতা ম্যাচ হারতে হয়েছে ছত্তিশগড় (ভূপেশ বাঘেল-টি এস সিংদেও), মধ্যপ্রদেশ (কমলনাথ-জিতু পাটওয়ারি), রাজস্থানে (অশোক গেহলট-শচীন পাইলট)। কোনও একজন নেতার ওপর বাজি ধরাই কি ভুল? দলের ম্যানেজারদের মনে খচখচ করে এই প্রশ্ন। 
 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা