দেশ

সরানো হল আতিশীর জিনিসপত্র, সরকারি বাসভবনে তালা, ‘ঘরছাড়া’ দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: ‘ঘরছাড়া’ হতে হল দিল্লির মুখ্যমন্ত্রী আতিশীকে। বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে আতিশীর জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়। মাত্র দু’দিন আগেই উত্তর দিল্লির সিভিল লাইনে ৬, ফ্ল্যাগস্টাফ রোডের সরকারি বাসভবনে থাকতে শুরু করেছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের আম আদমি পার্টি (আপ)-র সরকার ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মধ্যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের অভিযোগ, লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বিজেপির নির্দেশেই মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে জিনিসপত্র জোর করে সরিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রীর বাসভবনকে ফাঁকা করে দেওয়া হল।’ বিভিন্ন ভিডিওয় দেখা গিয়েছে, গাড়ি করে একাধিক কার্টন ও লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে। ওই বাড়িতে দুটি তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, চাবির হস্তান্তর সংক্রান্ত নথি পূর্ত দপ্তরের কাছে জমা না পড়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। 
নয় বছর পর গত সোমবার ওই বাড়ি ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারপরই সেখানে ওঠেন আতিশী। সেই সময়ই বিজেপি অভিযোগ তুলেছিল, ওই বাড়িটি নতুন করে বরাদ্দ করার জন্য পূর্ত দপ্তরে হাতে তুলে দেওয়া হয়নি। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দর গুপ্ত ৬ অক্টোবর দাবি করেছিলেন, কেজরিওয়াল এখনও ওই বাড়ি ছাড়েননি। তাঁর অনেক জিনিস এখনও সেখানে রয়েছে। যদিও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং পাল্টা অভিযোগ করেছিলেন, বিজেপি মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। 
29d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা