দেশ

জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরে এল, জয়ের পরে দাবি ন্যাশনাল কনফারেন্স কর্মীদের

ফিরদৌস হাসান, শ্রীনগর: মঙ্গলবার সকালে তখন সদ্য বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। শ্রীনগর শহরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের গণনাকেন্দ্রের সামনে উদ্বিগ্ন মুখে ঘোরাঘুরি করছিলেন আব্দুল মাজিদ ভাট। ন্যাশনাল কনফারেন্স কর্মী আব্দুল তখন যে কোনও উপায়ে ফলের গতিপ্রকৃতি জানতে চান। কিছুক্ষণ পর ভিতর থেকে খবর এল ন্যাশনাল কনফারেন্স অনেকটাই এগিয়ে গিয়েছে। আর তা শুনেই খুশিতে কার্যত লাফাতে শুরু করলেন আব্দুল। যোগ দিলেন অন্য কর্মীরাও। আব্দুলের বক্তব্য, ‘কেন উদযাপন করব না বলুন তো? এটা একটা ঐতিহাসিক দিন। মানুষের সমর্থন পাওয়ার জন্য প্রত্যেকে কষ্ট করেছি। ন্যাশনাল কনফারেন্সের জয়ের ফলে জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র ফিরে এসেছে। তাই সকলেরই উত্সবে মাতা উচিত।’ 
৩৭০ অনুচ্ছেদ বাতিল, জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পর এবারই ছিল প্রথম বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপির কাশ্মীর জয়ের স্বপ্ন ধূলিসাত্ করে দিয়েছে কংগ্রেস ও এন সি জোট। ৯০টি আসনের মধ্যে ৪৯টি পেয়েছে জোট। এদিন বেলা যত গড়িয়েছে, ততই এন সি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বেড়েছে। রাস্তায় নেমে দলের পতাকা উড়িয়ে ও স্লোগান দিয়ে আনন্দে মাতেন তাঁরা। অনেকেই এই জয়কে জম্মু ও কাশ্মীরের গণতন্ত্রের জন্য ‘নতুন ভোর’। এরপর কর্মসংস্থান, উন্নয়ন ও নিরাপত্তার মতো সমস্যার সমাধান হবে বলেও আশাপ্রকাশ করেন তাঁরা। মহম্মদ ইউসুফ খান নামে আর এক এন সি কর্মী বলেন, ‘প্রমাণ হল, মানুষ বিভেদের রাজনীতিকে বর্জন করেছে।’ জম্মু ও কাশ্মীরের আরেক দল পিডিপি এবার মাত্র তিনটি আসনে জয় পেয়েছে। তবে এই ফলের পরেও ভেঙে পড়তে নারাজ কর্মীরা। সাজাদ আহমেদ নামে পিডিপির এক কর্মীর বক্তব্য, ‘অবশেষে নির্বাচন হল, এটাই মানুষের কাছে বিরাট স্বস্তির বিষয়। জম্মু ও কাশ্মীরে স্থানীয় সরকারের প্রয়োজন, যারা মানুষের সমস্যা বুঝবে, তার সমাধান করবে।’
অন্যদিকে, জম্ম ও কাশ্মীরের উপত্যকা অঞ্চলে কার্যত বিজেপি মুছে গেলেও জম্মু অঞ্চলে ভাল ফল করেছে। জম্মু অঞ্চলের ৪৭টি আসনের মধ্যে ২৯টি আসন পেয়েছে বিজেপি। ভোট শতাংশের হিসেবেও এগিয়ে রয়েছে পদ্মশিবির। ন্যাশনাল কনফারেন্স একাই ৪২টি আসন পেয়েছে। তাদের দিকে গিয়েছে ২৩.৪৪ শতাংশ ভোট। অন্যদিকে, বিজেপি ২৯টি আসনে থেমে গেলেও তারা ২৫.৬৩ শতাংশ ভোট নিজেদের দিকে টানতে পেরেছে। 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা