বিনোদন

প্রয়াত দেবকুমার বসু

প্রয়াত পরিচালক দেবকুমার বসু। শুক্রবার সকালে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের নতুন যুগের প্রখ্যাত পরিচালক দেবকীকুমার বসুর পুত্র দেবকুমার। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বৃহস্পতিবার মুদিয়ালির বাসভবনে শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। দূরদর্শনে বাংলা ধারাবাহিকের একবারে গোড়ার পর্বে তাঁর পরিচালিত ‘বিবাহ অভিযান’ দর্শকের হৃদয় জয় করেছিল। এই ধারাবাহিকের হাত ধরেই শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, জয় বদলানির মতো অভিনেতারা খ্যাতি পেয়েছিলেন। আজও মানুষ ভোলেননি সেই ধারাবাহিকের কথা। পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ শঙ্কর বলেন, ‘আমিও মুখ্য চরিত্রে অভিনয় করতে পারি, এই আত্মবিশ্বাসটা উনিই তৈরি করে দিয়েছিলেন। ওই ধারাবাহিকের ৩৪ বছর উপলক্ষ্যে একটা আড্ডার আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের সবাইকে উনি গাল ধরে খুব আদর করেছিলেন। অনেক কথাই আজ মনে পড়ছে।’ 
পিতা দেবকীকুমার চাননি ছেলে সিনেমা জগতে আসুক। তবুও দেবকুমার ভালোবাসার টানে চলে এলেন। চলে গেলেন মণিপুরে। সে রাজ্যে তখনও কোনও ছবি তৈরি হয়নি। তিনিই প্রথম মণিপুরের মেইতেই ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেন। ছবির নাম ‘মাতামগি মণিপুর’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ৯ এপ্রিল। আজও মণিপুরে দিনটি সিনেমা দিবস হিসাবে পালিত হয়। তার আগে অবশ্য দেবকুমার তৈরি করেছিলেন অসমীয়া ভাষার ছবি ‘সংগ্রাম’। পরিচালক হিসাবে তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও। তাঁর বিদায়ে বিষাদমগ্ন টলিউড। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা