খেলা

শেষ বলে কোহলি আউট হতেই হতাশায় ডুবলেন রোহিত শর্মা

বেঙ্গালুরু: কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভারতীয় দলের ক্ষেত্রে সেটাই ঘটল। বেঙ্গালুরু টেস্টে ৩৫৬ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিল রোহিত বাহিনী। দুই উইকেট পড়ার পর সরফরাজ খানের সঙ্গে জুটিতে বিরাট কোহলি ভরসা জোগাচ্ছিলেন দলকে। প্রত্যাশা ছিল, অপরাজিত থেকেই দুই ব্যাটসম্যান যেন ড্রেসিংরুমে ফেরেন। তাতে পাল্টা চাপে পড়ত নিউজিল্যান্ড শিবির। কিন্তু দিনের অন্তিম ডেলিভারিতেই বিরাট-পতনে বদলে গেল সমীকরণ। 
গ্লেন ফিলিপসের বলে কোহলি ৭০ রানে কট বিহাইন্ড হতেই ড্রেসিংরুমে মুষড়ে পড়েন অধিনায়ক রোহিত। আশপাশে বসা বাকিদের মুখেও নেমে আসে অন্ধকার। প্রতীকী হলেও এটাই যেন টিম ইন্ডিয়ার বর্তমান অবস্থা। সামনের লড়াই কঠিন। শেষ পর্যন্ত ম্যাচের ফল কী হবে তা সময় বলবে। তবে কোহলির আউট চিন্তায় ফেলল টিম ইন্ডিয়াকে। আসলে বহুদিন পর বিরাটকে সহজাত ভঙ্গিতে ব্যাট করতে দেখা গেল। তাঁর প্রতিটি শটে ধরা পড়েছে আত্মবিশ্বাসের ছাপ। অনেকে খুঁজে পেয়েছেন পুরানো কোহলিকে। কিন্তু সেঞ্চুরির প্রত্যাশা এবারও অপূর্ণ রইল।
এদিন ভিকের মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ন’হাজার রান পূর্ণ করেন তিনি। ইনিংসের নিরিখে ভারতীয়দের মধ্যে যদিও সবচেয়ে মন্থর। কোহলির লেগেছে ১৯৭ ইনিংস। তাঁর আগে আছেন রাহুল দ্রাবিড় (১৭৬), শচীন তেন্ডুলকর (১৭৯) ও সুনীল গাভাসকর (১৯২)।  উল্লেখ্য, গত সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৭ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন ভিকে।
ভারত এখনও ১২৫ রানে পিছিয়ে। খেলা বাকি দু’দিন। ম্যাচে পাল্লা ভারি দেখাচ্ছে কিউয়িদেরই। এই পরিস্থিতিতে শনিবার, টেস্টের চতুর্থদিনে বড় ইনিংস খেলার চেষ্টা করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। সরফরাজের সঙ্গে লোকেশ রাহুল বড় ভরসা। চোট সারিয়ে হয়তো ব্যাট করতে নামবেন ঋষভ পন্থও। বৃহস্পতিবার তাঁকে প্যাড পরে নকিং করতে দেখা যায়। সেই ছবি আশ্বস্ত করছে ক্রিকেটপ্রেমীদের। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার ব্যাটের দিকেও তাকিয়ে ভারতীয় সমর্থকরা। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা