খেলা

সারাদিনে উঠল ৪৫৩, নিউজিল্যান্ড এগিয়ে ১২৫ রানে, চিন্নাস্বামীতে লড়ছে টিম ইন্ডিয়া

বেঙ্গালুরু: প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে শেষ হওয়া খাদের অতলে ছিটকে ফেলেছিল ভারতকে। লড়াকু ব্যাটিং অবশ্য ম্যাচে ফেরার আশা উস্কে দিয়েছে। তবে কাজটা সহজ নয়। রাচীন রবীন্দ্রের দুরন্ত শতরানে ৩৫৬ রানের বিশাল লিড নিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে তা অবশ্য নামিয়ে আনা গিয়েছে ১২৫ রানে। টেস্টের আরও দু’দিন বাকি। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে পারলে শনিবার আরও তিনশো, সাড়ে তিনশো রান ওঠা উচিত। সেক্ষেত্রে পঞ্চম দিনের পিচে কিউয়িদের পরীক্ষায় ফেলার সুযোগ থাকবে। তারজন্য হাতে অন্তত শ’দুয়েক রানের পুঁজি দরকার। কিন্তু দিনের শেষ বলে বিরাট কোহলির ফেরা জোর কা ঝটকা হয়ে উঠছে! 
তাৎপর্যের হল, এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে উঠল মোট ৪৫৩ রান। ভারতের মাটিতে টেস্টে কোনও একদিনে এর চেয়ে বেশি একবারই রান উঠেছে (৪৭০)। ২০০৯ সালে ব্র্যাবোর্নে সেই টেস্টে শ্রীলঙ্কা ছিল ভারতের প্রতিপক্ষ। সকালে ৩ উইকেটে ১৮০ নিয়ে নেমেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ২৩৩ রানের মধ্যে পড়ে যায় সপ্তম উইকেট। তখন মনে হচ্ছিল, বেশি রানের লিড পাবে না সফরকারী দল। রাচীন যদিও অন্যরকম ভেবেছিলেন। টিম সাউদিকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে তিনি ঝড়ের গতিতে যোগ করেন ১৩৭ রান। টেস্টে ভারতের মাটিতে যা দ্বিতীয় দ্রুততম একশো রানের জুটি। গ্যালারিতে বাবার উপস্থিতিতে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রাচীন। তাৎপর্যের হল, বেঙ্গালুরুই তাঁর ঘরের মাঠ। রাচীনের বাবার জন্ম এই শহরেই। ১৩৭ রানের ইনিংসে বাঁ-হাতি মারেন ১৩টি চার ও চারটি ছক্কা। সাউদির ৬৫ রানেও পাঁচটি চারের সঙ্গে রয়েছে চারটি ছক্কা। টেস্টে বীরেন্দ্র সেওয়াগের ৯১ ছক্কাকে পেরিয়ে গেলেন তিনি। সাউদির নামের পাশে আপাতত ৯৩টি ছক্কা। এই জুটির ধুমধাড়াক্কার সামনে একসময় দিশাহারা লাগছিল ভারতীয় শিবিরকে। ব্ল্যাক ক্যাপসরা শেষ পর্যন্ত থামল ৪০২ রানে। রবীন্দ্র জাদেজা (৩-৭২) ও কুলদীপ যাদব (৩-৯৯) বল হাতে সফল। বাকি উইকেট ভাগ করে নিলেন মহম্মদ সিরাজ (২-৮৪), যশপ্রীত বুমরাহ (১-৪১) ও রবিচন্দ্রন অশ্বিন (১-৯৪)।
ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতে স্বচ্ছন্দ দেখাচ্ছিল না যশস্বী জয়সওয়ালকে। টিম সাউদি, ম্যাট হেনরিরা সুইংও করাচ্ছিলেন। তবে রোহিত তার মধ্যেই সহজাত মেজাজে চালাচ্ছিলেন। প্রথম উইকেটে ৭২ রান উঠেও যায়। আজাজ প্যাটেলকে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড হন যশস্বী। বড় ইনিংস নিশ্চিত দেখাচ্ছিল রোহিতের। কিন্তু অদ্ভুতভাবে বোল্ড হন তিনি। তাঁর ফরোয়ার্ড ডিফেন্স করা বলই এসে লাগে স্টাম্পে। রোহিত সচেতন থাকলে এভাবে বোল্ড হওয়া আটকাতে পারতেন কিনা, তা অবশ্য তর্কের বিষয়। কোহলি ও সরফরাজ খানকে বেশ জমাট দেখাচ্ছিল। দু’জনের জুটিতে তৃতীয় উইকেটে ১০০ রান ওঠে ১০১ বলে। কিন্তু একেবারে অন্তিম লগ্নে গ্লেন ফিলিপসের বলে কোহলির খোঁচা জমা পড়ে কিপারের গ্লাভসে। তিন উইকেটে আপাতত ২৩১ উঠেছে বোর্ডে। পাঁচশোর ওপাশে স্কোর পৌঁছতে ঋষভ, লোকেশদের কাউকে বড় ইনিংস খেলতে হবে। তবেই নিউজিল্যান্ডকে চাপে ফেলা সম্ভব। 
স্কোরবোর্ড: ভারত ১ম ইনিংস ৪৬। নিউজিল্যান্ড ১ম ইনিংস (১৮০/৩-এর পর)- রাচীন ক জুরেল বো কুলদীপ ১৩৪, মিচেল ক যশস্বী বো সিরাজ ১৮, ব্লান্ডেল ক লোকেশ বো বুমরাহ ৫, ফিলিপস বো জাদেজা ১৪, হেনরি বো জাদেজা ৮, সাউদি ক জাদেজা বো সিরাজ ৬৫, আজাজ এলবিডব্লু বো কুলদীপ ৪, ও’রৌরকি অপরাজিত ০, অতিরিক্ত ১৫। মোট ৯১.৩ ওভারে ৪০২। উইকেট পতন: ৪-১৯৩, ৫-২০৪, ৬-২২৩, ৭-২৩৩, ৮-৩৭০, ৯-৩৮৪, ১০-৪০২। বোলিং: বুমরাহ ১৯-৭-৪১-১, সিরাজ ১৮-২-৮৪-২, অশ্বিন ১৬-১-৯৪-১, কুলদীপ ১৮.৩-১-৯৯-৩, জাদেজা ২০-১-৭২-৩।
ভারত ২য় ইনিংস- যশস্বী স্টাম্প ব্লান্ডেল বো আজাজ ৩৫, রোহিত বো আজাজ ৫২, বিরাট ক ব্লান্ডেল বো ফিলিপস ৭০, সরফরাজ ব্যাটিং ৭০, অতিরিক্ত ৪। মোট ৪৯ ওভারে ৩ উইকেটে ২৩১। উইকেট পতন: ১-৭২, ২-৯৫, ৩-২৩১। বোলিং: সাউদি ৭-১-২২-০, হেনরি ১১-১-৫২-০, ও’রৌরকি ১১-১-৪৮-০, আজাজ ১২-২-৭০-২, ফিলিপস ৮-১-৩৬-১।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা