খেলা

তুমুল বৃষ্টির মধ্যেই প্রস্তুতি ম্যাকলারেনদের

সঞ্জয় সরকার, কলকাতা: অনুশীলন সবে শুরু। একে একে মাঠে নামছেন দিমিত্রি পেত্রাতোস-জেমি ম্যাকলারেনরা। সামান্য দূরে অধীর আগ্রহে দাঁড়িয়ে শতাধিক অনুরাগী। প্রিয় ফুটবলারদের দেখে কেউ কেউ মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করলেই নিরাপত্তারক্ষীদের ধমক। অগত্যা মনমরা হয়েই অনুশীলনে দেখতে ব্যস্ত থাকলেন তাঁরা। বছর দশেক আগেও ডার্বির আগে ফুটবলারদের উৎসাহ দিতে গ্যালারিতে দেখা যেত দু’দলের সমর্থকদের। প্রিয় ফুটবলারদের নাম ধরে উঠত নানা স্লোগান। তবে পেশাদারিত্বের আমলে গত কয়েক বছর এই আবেগে টান পড়েছে। কিন্তু শনিবার মরশুমের প্রথম বড় ম্যাচের আগে মোহন বাগান অনুশীলনে দেখা মিলল সেই চেনা ছবি।
দুপুর থেকেই আকাশের মুখ ভার। বিকাল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি। তারই মধ্যে মহারণের চূড়ান্ত মহড়া সারলেন ম্যাকলারেনরা। সবুজ-মেরুন কোচের পদে শনিবার ডার্বিতে অভিষেক হতে চলেছে হোসে মোলিনার। আইএসএলের ইতিহাসে মর্যাদার লড়াইয়ে এখনও পর্যন্ত অপরাজিত মোহন বাগান। শনিবার সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখাই চ্যালেঞ্জ বাগানের স্প্যানিশ কোচের। চলতি মরশুমে পারফরম্যান্সের নিরিখে চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে পালতোলা নৌকা। তবে মোলিনা যথেষ্ট বিচক্ষণ কোচ। তাই ডার্বির লড়াইয়ে নিজেদের ফেভারিট মানতে নারাজ তিনি। বরং মহারণের ২৪ ঘণ্টা আগে ফুটবলারদের চাপমুক্ত রাখাই প্রধান লক্ষ্য তাঁর।
শুক্রবার অনুশীলনের শুরুতেই ফান গেমে মাতলেন বাগান ফুটবলাররা। মাঠের মাঝে সার্কেলে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ওয়ান টাচ পাসিং ফুটবলের পাশাপাশি চলল হাসিঠাট্টা। এরপর প্রবল বৃষ্টি মাথায় নিয়েই সিচুয়েশন অনুশীলনে শেষবারের মতো ছেলেদের ঝালিয়ে নিলেন মোলিনা। উইং থেকে ক্রস বাড়ালেন লিস্টন-মনবীর। আর জাল কাঁপানোর ভূমিকায় কামিংসরা। মহমেডান ম্যাচের প্রথম একাদশ শনিবার অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, সিঙ্গল স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। এরই মধ্যে অনুশীলন শেষে দিমিত্রির পায়ে বরফ বেঁধে মাঠ ছাড়াটা চিন্তায় রাখল অনুরাগীদের। গাড়িতে ওঠার আগে অবশ্য চোট গুরুতর নয় বলেই আশ্বস্ত করলেন অজি তারকা। তবে তাঁর বডি ল্যাঙ্গুয়েজে সেই আত্মবিশ্বাস উধাও। একেই প্রত্যাশিত ফর্মের একেবারে ধারেকাছে নেই তিনি। গত কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে তাঁকে মাঠে নামাচ্ছেন কোচ। তবে গত দু’বছর ডার্বিতে কার্যত একাই পার্থক্য গড়ে দিয়েছিলেন দিমি। তাই তাঁর দিকেই আরও একবার তাকিয়ে অনুরাগীরা।
মোহন বাগানের সম্ভাব্য একাদশ: বিশাল, আশিস, আলবার্তো, আলড্রেড, শুভাশিস, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, স্টুয়ার্ট, লিস্টন, মনবীর, ম্যাকলারেন।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা