খেলা

৪৬ রানেই গুটিয়ে গেল প্রথম ইনিংস, শূন্যতে আউট পাঁচ ব্যাটসম্যান, চালকের আসনে নিউজিল্যান্ড, বেনজির ব্যাটিং বিপর্যয়ে মাথা হেঁট ভারতের

বেঙ্গালুরু: পাঁচ ব্যাটসম্যান ‘ডাক’। চারজন আটকে গেলেন এক অঙ্কে। অনেক কষ্টে দুই অঙ্কের রানে পৌঁছলেন দু’জন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই হল ভারতীয় ব্যাটিংয়ের খতিয়ান। মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেল গম্ভীর ব্রিগেডের সাধের ব্যাটিং লাইন-আপ। পরিসংখ্যান বলছে, দেশের মাটিতে এটাই টেস্টে টিম ইন্ডিয়ার সর্বনিম্ন স্কোর। সদ্য শ্রীলঙ্কা সফরে দুরমুশ হয়ে আসা একটা দলের কাছে লজ্জার মহাসাগরে ডুবল মেন ইন ব্লু। তা সত্ত্বেও বোর্ড কর্তারাও চোখে ঠুলি বেঁধে বসে থাকবেন। হৃদয় রক্তাক্ত হবে শুধুমাত্র সমর্থকদের।
টেস্ট ক্রিকেটে প্রতি সেশনে বদলায় ম্যাচের রং। বৃহস্পতিবার, বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনে চিন্নাস্বামীতে তেমন কিছু চোখে পড়ল না। বরং ভারতকে সব বিভাগেই টেক্কা দিল নিউজিল্যান্ড। দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন দুই কিউয়ি বোলার ম্যাট হেনরি (৫টি) ও উইলিয়াম ও’রৌরকি (৪)। তাঁদের পেসের আগুনে পুড়ে ছারখার ভারতের গর্বের ব্যাটিং লাইন-আপ। রোহিত, কোহলিদের নির্লজ্জ আত্মসমর্পণ দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখলেন, এত শূন্য মোবাইল ফোনের নম্বরেও থাকে না। এই লজ্জার ইতিহাস বহুকাল বয়ে বেড়াতে হবে ভারতীয় দলকে। কোনওভাবেই দায় এড়াতে পারেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো তারকারা। এই মুহূর্তে অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৮০। ঝুলিতে ১৩২ রানের লিড। কুলদীপ, জাদেজা, অশ্বিনরা তৃতীয় দিনে ঝাঁঝ না বাড়ালে ম্যাচ বাঁচানো মুশকিল।
কথায় আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। যে পিচে ভারতীয় দলের সবাই মিলে পঞ্চাশের গণ্ডি টপকাতে পারল না, সেখানে দুর্ধর্ষ ৯১ রান হাঁকালেন ডেভন কনওয়ে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও তাঁর লড়াই মন জিতল ক্রিকেটপ্রেমীদের। টম লাথাম ১৫ রানে আউট হন। উইল ইয়ংয়ের সংগ্রহ ৩৩। রাচীন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রানে ক্রিজে।
প্রথম দিনের খেলা পণ্ড হয়েছিল বৃষ্টিতে। বৃহস্পতিবার অবশ্য নির্ধারিত সময়েই খেলা শুরু হয়। টস জেতার পর ব্যাটিং নেন রোহিত শর্মা। তিনি যে পিচ পড়তে পারেননি, সেটা স্বীকারও করে নেন। একটা ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হল দলকে। তবে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে উইকেট উপহার দিয়েছেন, তাও ক্ষমার অযোগ্য। তাড়াহুড়ো করতে গিয়ে বোল্ড হলেন রোহিত। পরিকল্পনা করে ফিল্ড সাজিয়ে কোহলিকে তুলে নেন ও’রৌরকি। তাঁর শর্ট বল বিরাটের গ্লাভস ছুঁয়ে লেগ গালিতে জমা পড়ে গ্লেন ফিলিপসের হাতে। চোটের কারণে গিল না খেলায় ভারতের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন হয়। কোহলি অনেকদিন পর তিনে নামেন। চার নম্বরে নেমে ব্যর্থ সরফরাজ। একটা সময় মনে হয়েছিল, যশস্বী ও ঋষভ হয়তো বড় পার্টনারশিপ গড়ে ধাক্কা সামলে দেবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে ১৩ রানে আজাজের হাতে ধরা পড়েন যশস্বী। নামের প্রতি সুবিচার করতে পারেননি লোকেশও। একই ওভারে আউট হন জাদেজা এবং অশ্বিন। বাঁ হাতি পন্থ ফিরতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়।

লজ্জার পাঁচকাহন

টেস্ট ভারতের 
সর্বনিম্ন স্কোরের খতিয়ান

রান     সাল      ভেন্যু     প্রতিপক্ষ
৩৬    ২০২০    অ্যাডিলেড    অস্ট্রেলিয়া
৪২    ১৯৭৪    লন্ডন    ইংল্যান্ড
৪৬    ২০২৪    বেঙ্গালুরু    নিউজিল্যান্ড
৫৮    ১৯৪৭    ব্রিসবেন    অস্ট্রেলিয়া
৫৮    ১৯৫২    ম্যাঞ্চেস্টার    ইংল্যান্ড

স্কোরবোর্ড
প্রথম ইনিংসে ভারত- যশস্বী ক আজাজ বো ও’রৌরকি ১৩, রোহিত বো সাউদি ২, কোহলি ক ফিলিপ বো ও’রৌরকি ০, সরফরাজ ক কনওয়ে বো হেনরি ০, পন্থ ক লাথাম বো হেনরি ২০, রাহুল ক ব্লান্ডেল বো ও’রৌরকি ০, জাদেজা ক আজাজ বো হেনরি ০, অশ্বিন ক ফিলিপ বো হেনরি ০, কুলদীপ ক ব্রেসওয়েল বো হেনরি ২, বুমরাহ ক হেনরি বো ও’রৌরকি ১, সিরাজ অপরাজিত ৪, অতিরিক্ত ৪, মোট ৩১.২ ওভারে ৪৬। উইকেট পতন: ৯-১, ৯-২, ১০-৩, ৩১-৪, ৩৩-৫, ৩৪-৬, ৩৪-৭, ৩৯-৮, ৪০-৯, ৪৬-১০। বোলিং: সাউদি ৬-৪-৮-১, হেনরি ১৩.২-৩-১৫-৫, ও’রৌরকি ১২-৬-২২-৪।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড- লাথাম এলবিডব্লু বো কুলদীপ ১৫, কনওয়ে বো অশ্বিন ৯১, ইয়ং ক কুলদীপ বো জাদেজা ৩৩, রাচীন ব্যাটিং ২২, মিচেল ব্যাটিং ১৪, অতিরিক্ত ৫, মোট ৫০ ওভারে ৩ উইকেটে ১৮০। উইকেট পতন: ৬৭-১, ১৪২-২, ১৫৪-৩। বোলিং: বুমরাহ ১০-৪-২৩-০, সিরাজ ৬-৭-১-২১-০, অশ্বিন১১-১-৪৬-১, কুলদীপ ১২-১-৫৭-১, জাদেজা ১০-০-২৮-১।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা