কলকাতা

ডাক্তার অভিজিৎ চৌধুরীর সংস্থায় সারদার টাকাও?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আন্দোলনের অন্যতম ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী। তাঁর সংস্থাতেই নাকি টাকা ঢেলেছে ‘চিটফান্ড’ সারদা গোষ্ঠী! এমনই অভিযোগ উঠল বৃহস্পতিবার। সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ডাক্তারবাবু কোনও অর্থ সাহায্য পেয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিনই সারদা মামলায় (আরসি ০৪/১৪) সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানেই এব্যাপারে উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে। সিবিআইয়ের কাছে কুণালবাবুর অনুরোধ, বিষয়টি যাচাই করার জন্য ডাঃ চৌধুরী বা তাঁর সংস্থা ‘লিভার ফাউন্ডেশন’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখা হোক। শুধু চিঠি নয়, সাংবাদিক সম্মেলন করেও নিজের দাবির সপক্ষে নানা তথ্য পরিবেশন করেছেন প্রাক্তন সাংসদ। এই চিঠিকে ঘিরেই তুমুল আলোড়ন শুরু হয়েছে আন্দোলনকারী চিকিৎসক মহলে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছিল ডাঃ অভিজিৎ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘পাগলের প্রলাপ! এর চেয়ে বেশি কিছু বলব না।’
সিবিআইকে পাঠানো চিঠিতে ঠিক কী লিখেছেন কুণালবাবু? সেখানে রয়েছে মূলত চারটি প্রশ্ন—১) সারদা গ্রুপে আমি (কুণাল ঘোষ) চাকরি করার আগে থেকেই কি সুদীপ্ত সেনকে চিনতেন লিভার ফাউন্ডেশন সংস্থার ডাঃ অভিজিৎ চৌধুরী? ২) বামফ্রন্ট ঘনিষ্ঠ এই ডাক্তারই কি সুদীপ্ত সেনের সঙ্গে সিপিএমের রাজ্য কমিটির এক প্রভাবশালী সদস্যের আলাপ করিয়ে দিয়েছিলেন এবং তাদের (সিপিএমকে) সাহায্য করার জন্য চাপ দিয়েছিলেন? ৩) অভিজিৎবাবুর মাধ্যমে পরিচয় হওয়ার পর কি সিপিএমের মুখপত্রে মাঝেমধ্যে বিজ্ঞাপন দিয়ে সাহায্য করেছিলেন সুদীপ্ত সেন? এবং ৪) ডাঃ অভিজিৎ চৌধুরীর লিভার ফাউন্ডেশন বা অন্য কোনও সংস্থায় ব্যাঙ্ক ট্রান্সফার বা নগদে কোনও সাহায্য করেছেন সারদা কর্তা? এই চারটি প্রশ্ন নিয়ে ডাঃ চৌধুরী ও সুদীপ্ত সেনকে প্রয়োজন হলে আলাদা আলাদা বা একত্রে বসিয়ে জেরা করা হোক, এমন অনুরোধও সিবিআইয়ের কাছে করেছেন কুণালবাবু।  
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা