কলকাতা

হাড়োয়া উপ নির্বাচন: ‘নিরাপদ’ আসন নিয়ে টেনশন ফ্রি তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনার দু’টি বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর উপ নির্বাচন। মনোনয়নের শেষদিন ২৫ অক্টোবর। দু’টি বিধানসভাই তৃণমূলের কাছে ‘নিরাপদ’। লোকসভা ভোটের মতোই হাড়োয়ার উপ নির্বাচনে ‘অশুভ জোটের’ গন্ধ পাওয়া যাচ্ছে। রাম, বাম, কংগ্রেস সহ অন্যান্যরা অঘোষিত জোট করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে, বিষয়টিকে পাত্তাই দিচ্ছে না তৃণমূল। তাদের স্পষ্ট দাবি, জয় স্রেফ সময়ের অপেক্ষা।
২০২৪-এ লোকসভা নির্বাচনে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। রেকর্ড মার্জিনে জয়ী হন তিনি। জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভায় গত লোকসভা নির্বাচনের নিরিখে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৯০৭। সেবার মোট ভোট পড়েছিল ২ লক্ষ ২৯ হাজার ৯১৮। ভোটের ফলাফল বের হতে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৬৩ শতাংশ ভোট। নিজের বিধানসভা কেন্দ্র থেকে তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪৫ হাজার ৩৫৬। সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ ও নির্দল প্রার্থীরা মিলিয়ে পেয়েছিলেন বাকি ভোট। সেই সময় বিজেপির হাতে ছিল সন্দেশখালির মতো ইস্যু। কিন্তু তারপরেও মানুষ বিজেপিকে ভরসা করেননি। এবারও হাড়োয়া উপ নির্বাচন নিয়ে কোনও টেনশন নেই তৃণমূলের। নেতাদের দাবি, হাড়োয়ায় তৃণমূলের জয় নিশ্চিত। অশুভ জোটের ঘোঁট পাকিয়ে কোনও লাভ হবে না। ভোটাররা জানেন, বিরোধী ঘোঁট উন্নয়ন বিরোধী। 
শাসনের ভোটার পতিতপাবণ দাস বলেন, আমরা উন্নয়নের পক্ষে। তাই ভোট দেব রাজ্যের উন্নয়নের স্বার্থে। ফলতি-বেলিয়াঘাটার লাল্টু আলম বলেন, এবারও বোঝা যাচ্ছে না ২৪-এর লোকসভার মতো অশুভ আঁতাত হবে কিনা। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে তৃণমূলের বিশেষ অ্যাডভান্টেজ আছে। তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বলেন, গতবারের তুলনায় লিড বাড়ানোই আমাদের টার্গেট। জেতার পর বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে বিজেপি নেতা তাপস মিত্রের কথায়, হাড়োয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের জিতিয়ে দেবে। আসলে ওখানে তৃণমূলের লড়াই ভেড়ির দখলদারি নিয়েই।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা