কলকাতা

সোনার দর শহরে পেরল ৭৭ হাজার, দিল্লিতে ৮০ হাজার টাকার কাছাকাছি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক বাজারে সোনার দাম ফের চড়তে শুরু করেছে। সঙ্গে যোগ হয়েছে দেশীয় চাহিদা বৃদ্ধি। সব মিলিয়ে দেশীয় বাজারে ফের রেকর্ড গড়ল সোনা। কলকাতায় তা ৭৭ হাজারের সীমা ছাড়িয়ে গল। বৃহস্পতিবার ‘৯৯৯’ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ওঠে ৭৭ হাজার ৩০০ টাকা। এই তথ্য জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। 
এদিন ২২ ক্যারেট গয়না সোনার দর ছিল ১০ গ্রাম পিছু ৭৩ হাজার ৪৫০ টাকা। এদিকে দিল্লিতে এদিন সোনার সর্বোচ্চ দর যায় ৭৯ হাজার ৩৫০ টাকা। একদিনের তফাতে সেখানে হলুদ ধাতুর দাম বেড়েছে ৪৫০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ৮০ হাজারের সীমা পেরনো এখন শুধু সময়ের অপেক্ষা।
সোনার উপর আমদানি শুল্ক কমানোর ফলে দাম ৭০ হাজার টাকার নীচে নেমে এসেছিল মাস তিনেক আগেই। কিন্তু আন্তর্জাতিক বাজারে নানা অস্থিরতায় দাম বাড়তে থাকে ধীরে ধীরে। আমেরিকার সুদ বৃদ্ধির ঘোষণা, প্রাশ্চাত্যের যুদ্ধ-আবহ এবং ডলারের দরের অস্থিরতা সোনার দামে আগুন লাগায়। আমদানি শুল্ক কমোনার আগে ভারতীয় বাজারে এই ধাতুর যে দর ছিল, বর্তমানে তাকে অনেক দূরে ফেলে এসেছে হলুদ ধাতুর দর। 
বাজার বিশেষজ্ঞরা বলছেন, পণ্য বা কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম দিন কয়েক আগেও কম ছিল। সেই দর ভারতীয় বাজারে যেমন কমেছিল, তেমনই আন্তর্জাতিক এক্সচেঞ্জগুলিতেও নীচের দিকে ছিল। অন্যদিকে মার্কিন ডলারের দর উপর দিকে ওঠায়, তার জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চাপে ছিল। কিন্তু সেই পরিস্থিতিরও পরিবর্তন হয়েছে। পণ্য কমোডিটি এক্সচেঞ্জেগুলিতে যেমন দাম চড়তে শুরু করেছে, তেমনই ইউরোপে সুদের হার কম হওয়ার পূর্বাভাসে ফের দোলাচল শুরু হয়েছে বাজারে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইংল্যান্ড সুদ কমানোর পথে ফের হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। লগ্নির বাজার অস্থির হলে, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে। তার জের এসে পড়ছে ভারতীয় সোনার বাজারেও, দাবি করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতে সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ হল খুচরো বাজারে চাহিদা বৃদ্ধি। যেহেতু উৎসবের মরশুম চলছে এবং সাম঩নেই বিয়ের মরশুম, তাই স্বর্ণকাররা সোনা মজুত করছেন। তার জের এসে পড়ছে বাজারে, এমনটাই মনে করা হচ্ছে।
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা