কলকাতা

আত্মহত্যায় প্ররোচনা, রাজারহাটে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর:  সালিশি সভা বসিয়ে এক যুবককে মারধরের অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল আগেই। এবার এলাকার এক তৃণমূল কর্মীর মৃত্যুতে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল রাজারহাটের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তিনি রাজারহাট বিষ্ণপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্থানীয় তৃণমূল কর্মী সুশান্ত বেরা (৫৫)। তাঁর স্ত্রী প্রতিমা রাজারহাট থানায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। স্থানীয় সূত্রে খবর, সুশান্ত পেশায় রংমিস্ত্রি ছিলেন। অভিযোগ, সুশান্তর ভাই বাপি বেরা সপ্তমীর রাতে এলাকার পুজো মণ্ডপে ওই পঞ্চায়েত সদস্যের নামে গালিগালাজ করেন। এরপরই পঞ্চায়েত সদস্যের তিন সঙ্গী বাপিকে বাড়ি থেকে তুলে দলীয় কার্যালয়ে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে বাপিকে নিগ্রহ করা হয়। খবর পেয়ে সুশান্তবাবু নিজে ছুটে যান ভাইকে বাঁচাতে। অভিযোগ, সুশান্তবাবুকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। মারধরও করা হয়। এমনকী সুশান্তবাবুর ছেলের সিভিক ভলান্টিয়ারের চাকরিও খেয়ে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এই অপমান সহ্য করতে পারেননি সুশান্তবাবু। কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন। এরপরই লক্ষ্মীপুজোর 
রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃতের স্ত্রী প্রতিমাদেবী বলেন, ‘একরাশ অভিমান আর অপমান নিয়ে মানুষটা চলে গেল।’ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য ওই পঞ্চায়েত সদস্য ও এলাকার তৃণমূল সভাপতি প্রবীর করকে ফোন করা হলে তাঁরা কেউ ফোন ধরেননি।
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা