খেলা

মর্যাদার ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লেটনরা

সঞ্জয় সরকার, কলকাতা: ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ছ’টা। অনুশীলন শেষে ড্রেসিং-রুমে ফিরেছেন ফুটবলাররা। হঠাৎই ক্লাবে হাজির বিনিয়োগকারী সংস্থার কর্তারা। সঙ্গে ক্লাব সভাপতি মুরারী লাল লোহিয়া। এরপর শীর্ষকর্তা দেবব্রত সরকারকে সঙ্গে নিয়েই ফুটবলারদের সঙ্গে বৈঠক সারলেন তাঁরা। ক্লেটন-নন্দদের উজ্জীবিত করাই ছিল প্রধান লক্ষ্য। মিনিট পনেরোর আলোচনার শেষে ফুটবলারদেরও বেশ ইতিবাচক দেখাল। আসলে আইএসএলের শুরুতেই টানা চার ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে টেনে তোলাই এখন একমাত্র লক্ষ্য লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের। তাই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এই ছোট্ট বৈঠকে অতীতের ফল ভুলে সামনের দিকে এগিয়ে চলার বার্তা দিলেন কর্তারা।
অনুশীলন শেষে ইস্ট বেঙ্গল অধিনায়ক ক্লেটনের গলাতেও সেই আত্মবিশ্বাসের সুর, ‘কর্তারা আমাদের উপর যে আস্থা রাখছেন, তা অবশ্যই ইতিবাচক দিক। ডার্বির লড়াই সবসময় আলাদা। এই ম্যাচের গুরুত্ব সকলেই জানে। জানি, লিগের শুরুটা ভালো হয়নি। তবে একটি জয় গোটা পরিস্থিতি বদলে দিতে পারে। আর প্রত্যাবর্তনের জন্য ডার্বির চেয়ে ভালো মঞ্চ আর কিছু হতে পারে না।’
বৃহস্পতিবারই ভারতে আসার ভিসা হাতে পেয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ। ফলে ডার্বির সকালে কলকাতায় পা রাখতে পারেন তিনি। তবে শহরে এসেই মহারণের ডাগ-আউটে তিনি থাকবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য আশা ছাড়ছেন না। তিনি বলেন, ‘কোচকে বেঞ্চে রাখার চেষ্টা করছি।’ একইসঙ্গে ফুটবলারদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, ‘ইমামি কর্তারা ফুটবলারদের সঙ্গে কথা বলতে এসেছিলেন। বড় ম্যাচে আগে ছেলেদের উজ্জীবিত করাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য।’
বৃহস্পতিবার ক্লাবের মাঠে প্রায় ঘণ্টা দেড়েকের প্রস্তুতি সারলেন তালালরা। এদিন দলের সঙ্গে যোগ দেন মহেশ। তবে তাঁর শনিবার খেলার সম্ভাবনা কম। রাকিপ, নিশু কুমাররা পুরোদমে অনুশীলন করলেন। বৃহস্পতিবার ম্যাচ অনুশীলনে ৪-৩-৩ ফর্মেশনেই প্রস্তুতি সারেন বিনো। সবকিছু ঠিক থাকলে, আপফ্রন্টে ক্লেটনের সঙ্গে দুই উইংয়ে শুরু করবেন নন্দ আর বিষ্ণু। একটু পিছন থেকে মাঝমাঠে দায়িত্ব সামলাবেন তালাল। জোড়া ডিফেন্সিভ ব্লকার সাউল ও শৌভিক। রক্ষণে আনোয়ারের সঙ্গে শুরু করবেন হেক্টর ইউস্তে। জাতীয় শিবির থেকে বুধবার রাতে শহরে ফিরলেও বৃহস্পতিবার অনুশীলন করেননি হিজাজি। ফলে ডার্বিতে বেঞ্চেই বসতে হবে তাঁকে। আর দুই উইং-ব্যাক পজিশনে রাকিব আর প্রভাত লাকরা। তবে একইসঙ্গে তৈরি রাখা হচ্ছে ডেভিডকে। প্রয়োজনে ছক বদলে ৪-৪-২ ফর্মেশনের পথেও হাঁটতে পারেন বিনো। হাতে-কলমে দায়িত্ব না নিলেও নিয়মিত দলের খোঁজ খবর রাখছেন অস্কার। বৃহস্পতিবার ভিডিও কলে ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। 
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা